×
EntertainmentViral Video

মেয়ের সাথে ‘লাভ স্টোরি’ গানে তুমুল নাচ কৃষ্ণকলির নিখিলের, মুহূর্তে ভাইরাল ভিডিও

কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীলকে এখন কেইনা চেনে। তাঁর অভিনয় মন ছুঁয়ে গেছে সকল দর্শকদের। স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে তাঁর টেলিভিশন পর্দায় অভিষেক হয়।

আর তারপর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘স্ত্রী’ তে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। তাঁর ভক্তের সংখ্যা যে হাতে গুনে শেষ করা যাবে না তা সোশ্যাল মিডিয়ায় উকি মারলেই বোঝা যায়।
কখনও ভিডিও কখনও বা ছবি এই দিয়েই সকলকে মুগ্ধ করে রেখেছেন অভিনেতা।

ADVERTISEMENT

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও যে বেশ সক্রিয় অভিনেতা তা আর বলার অপেক্ষা রাখে না। কখনও একা বা কখনও ডুয়েটে ভিডিও করে তাঁক লাগিয়ে দেন দর্শকদের। সম্প্রতি তিনি একটি ভিডিও তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তাকে এবং কৃষ্ণকলি সিরিয়ালেরই নিখিলের মেজ দাদার মেয়ে মুন্নিকে নীলের আগের একটি সিরিয়াল এর টাইটেল ট্র্যাক ‘ঠিক ঠিক ঠিক ঠিক, ঠিক যেন লাভ স্টোরি’ গানটির সঙ্গে তাল মেলাতে দেখা যাচ্ছে। মুন্নির মা-বাবার অনুপস্থিতিতে নিখিল মেয়ের মতো করে মুন্নিকে মানুষ করেছে এবং মুন্নিও নিখিলকে পাপা বলে ডাকে। সম্প্রতি তাঁদের দুজনের করা এই ডুয়েট ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles