Entertainment

বেগুনি ভেলভেট বিকিনিতে ‘Super Hot’ কৌশানী, বোল্ড লুকে মালদ্বীপের সমুদ্র সৈকতে ঝড় তুললেন অভিনেত্রী

Advertisement
Advertisements

Koushani Mukherjee Bikini Photo লাস্যময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। বছর দুই ধরে সেলিব্রেটিদের ঘুরতে যাওয়ার নতুন ডেস্টিনেশন হয়েছে মালদ্বীপ। এক কথায় বলা চলে মালদ্বীপ যেন তাদের দ্বিতীয় ঘর। সুযোগ পেলেই সেলিব্রেটিরা সেই ঘরে বিশ্রাম নিতে যান। আর কাছের মানুষকে নিয়ে সেখানে যাওয়ার মজাই আলাদা। তেমনই সম্প্রতি মালদ্বীপ সফরে গিয়েছেন অভিনেত্রী কৌশানী। সঙ্গে রয়েছে প্রেমিক তথা অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

আর সেখান থেকেই একের পর এক হট লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের অবাক করছেন অভিনেত্রী। একদিকে মালদ্বীপের সৌন্দর্য্য অন্যদিকে কৌশানীর লাস্যময়ী অবতার এই দুই মিলিয়ে সাইবারবাসীর মনে যে উষ্ণতার পারদ চড়েছে তা বলা যায় বৈকি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কৌশানী (Koushani Mukherjee) তার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বেগুনী রঙের ভেলভেটের বিকিনিতে দেখা গিয়েছে। চোখে রয়েছে সানগ্লাস।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

কখনও শুয়ে আবার কখনও বসে আবার কখনও নিজের ভঙ্গিমায় একের এক পোজে ছবি তুলেছেন। চারিদিক নীল আকাশ ও সবুজ জলের মাঝে লাস্যময়ী কৌশানীকে দেখে পুরুষ হৃদয়ে যে উষ্ণতার পারদ চড়েছে তা হলফ করে বলা যায়। তবে, শুধু কৌশানীই নয় বনিও একের পর এক ছবি দিয়ে মাত দিচ্ছেন তার মহিলা ফ্যানেদের। এই মুহূর্তে দাঁড়িয়ে বনি-কৌশানী (Bonny-Koushani) দুজনেই তাদের মালদ্বীপ সফর চুটিয়ে উপভোগ করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

প্রসঙ্গত, কিছুদিন আগেই বনি-কৌশানীর বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছিল নেট মাধ্যমে। সেই সময় জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে আপাতত তারা সময় নিচ্ছেন। এমনকি নিজেকে বেশি করে সময় দিচ্ছেন অভিনেত্রী। এরপরই কৌশানীর (Koushani Mukherjee) জন্মদিনে ফের দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকি তারপরই দুজনে জানায় যে তারা একসঙ্গে প্রোডাকশন হাউস লঞ্চ করছেন। আর এরপরই দুজনে বেরিয়ে পড়েন মালদ্বীপ সফরে। আপাতত কৌশানীর হট লুকে কলকাতার বুকে চড়ছে উষ্ণতার পারদ।