×
EntertainmentVideoViral Video

‘হিরো আলম এর থেকে ভালো গান গায়’, ভরা মঞ্চে ‘লুঙ্গি ডান্স’ গান গেয়ে চরম ট্রোলড কৌশানী, ভাইরাল ভিডিও

টলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির একজন অভিনেত্রী হলেন কৌশানি মুখার্জি (Koushani Mukherjee)। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা নেই। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে মনজয় করেছেন দর্শকদের। তারকারা মানেই অভিনয়ের পাশাপাশি অনেক লাইভ শোয়ের মঞ্চে উপস্থিত হতে হয় তাদের। এমনকি দর্শকদের পছন্দমতো গান, নাচ সবই করতে হয়।

ADVERTISEMENT

তেমনই অভিনেত্রী কৌশানি মুখার্জিও (Koushani Mukherjee) হাজির হয়েছিলেন একটি স্টেজ শোতে। আর সেখানে রজনীকান্তকে সম্মান জানিয়ে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার ‘লুঙ্গি ড্যান্স’ গান গেয়েছেন অভিনেত্রী।

তবে, এই গান করে নেটিজেনদের ট্রোলের শিকার হন অভিনেত্রী। একের পর এক হা হা রিয়্যাক্ট তো রয়েছে পাশাপাশি কমেন্টের বন্যায় ভেসেছে ভিডিওর (Video) কমেন্ট বক্স। কেউ লিখেছেন যে – ‘অভিনয়টাই ভালো করে শিখতে পারলো না আবার গান’।

কেউ লিখেছেন – ‘গানটার বারোটা বাজিয়ে দিয়েছে’। আবার কেউ বাংলাদেশের হিরো আলমের প্রসঙ্গ টেনে লিখেছেন যে – ‘এর থেকে আমাদের হিরো আলম অনেক বেটার’। সম্প্রতি স্টেজ শোয়ের মঞ্চে দর্শকদের গান শুনিয়ে এভাবেই ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।

 

ADVERTISEMENT

Related Articles