কৌশানির কোলে পুঁচকে ছেলে, একরত্তির সাথে ক্রিসমাস সেলিব্রেশন করলেন অভিনেত্রী
অভিশপ্ত বছর প্রায় শেষের দিকে। তাই নতুন বছর শুরুর আনন্দ তো রয়েছেই। তারই সাথে বড়দিনের আনন্দেও মেতে উঠেছে সবাই। করোনা র জন্য প্রায় পুরো বছরটাই কেটেছে সবারই বাড়িতে। লকডাউন খোলার পর একে একে সবাই যে যার কাজে ফিরেছে। জীবন আবার আগের মত হয়েছে গতিশীল।
এইবছর কোনো অনুষ্ঠানই সেভাবে উপভোগ করতে পারেনি মানুষ। তাই ক্রিসমাস হয়ে উঠেছে লক্ষ্য। আলোর সাজে সেজে উঠেছে মহানগরী। তারকারাই বা বাদ যাবে কেন। টলিউড থেকে বলিউড সবাই মেতে উঠেছে ক্রিসমাস সেলিব্রেশনের আনন্দে। ২৪ ডিসেম্বর রাত থেকেই শহরে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। বাদ নেই তারকারাও। ছোট্ট শিশুকে কোলে নিয়ে ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জিঙ্গল বেল’ গান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।কৌশানি। যেখানে দেখা যাচ্ছে নিজের বাড়ির ছাদেই ছোট্ট শিশুটিকে নিয়ে মজা করছেন তিনি। শিশুটিও কৌশানির কোলে দিব্যি আনন্দে থাকতে দেখা গেল। কৌশানির পোস্ট থেকে জানা যাচ্ছে এই শিশুটির নাম ‘লিও’। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, ”Merry Christmas in advance with baby Leo”।
তবে ছোট্ট শিশুটির আরও একটি নাম রয়েছে, আর যে নামটি অভিনেত্রীর নিজেরই দেওয়া, ‘বাহুবলী’। একথা অবশ্য জানা গিয়েছিল গত ৩ অগস্ট কৌশানি মুখোপাধ্যায়ের একটি পোস্ট থেকে। সেই ছবিতে বনি ও কৌশানি দুজনকেই শিশুটিকে কোলে নিয়ে আদর করতে দেখা গিয়েছিল। সেসময় অভিনেত্রী লিখেছিলেন, এই শিশুটি হল তাঁর রাখী পার্টনার। তাকে তিনি ‘বাহুবলী’ নামেই ডাকেন। তাঁর আকারের সঙ্গে নামটি না খাপ খেলেও ব্যক্তিত্বের সঙ্গে বেশ খাপ খায়। প্রসঙ্গত, কৌশানির সঙ্গে যে শিশুটিকে দেখা যাচ্ছে সেই ‘বাহুবলী’ হল অভিনেত্রী বোনের ছেলে।