×
Entertainment

‘ছি! ইন্ডাস্ট্রিতে তোমাকে একমাত্র ভদ্র ভাবতাম’, খোলামেলা পোশাকে ছবি দিয়ে কটাক্ষের মুখে কোয়েল

বয়স ৪০-র কোঠায়! তবুও তার রূপে আজও মজে গোটা পুরুষজাতি। কার কথা বলছি বলুন তো? তিনি হলেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। এই বয়সে এসেও তার রূপ হার মানায় অষ্টাদশীর যুবতীদের। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। ‛নাটের গুরু’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর থেকেই একের পর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা।করোনাকালেই মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের। তবে, পুজোর পাঁচটি দিন গ্ল্যামার জগতের তকমা ছেড়ে অতি সাদামাটা ঘরের মেয়ে রূপেই ধরা দেন টলি কুইন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

সম্প্রতি কোয়েল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তার পরণে রয়েছে ওয়েস্টার্ন ড্রেস। চকোলেট কালারের ফ্লোরাল ডিজাইনের পোশাকে কোয়েলের এই লুক দেখে অবাক হয়েছেন সকলেই। হালকা মেকআপ ও ন্যুড লিপস্টিকে কোয়েলের এই লুক দেখে মুহুর্তেই ঘুম উড়েছে পুরুষ বন্ধুদের। ছবি শেয়ার করে কোয়েল ক্যাপশনে দুটো ইমোজি শেয়ার করেছেন।

‘ছি! ইন্ডাস্ট্রিতে তোমাকে একমাত্র ভদ্র ভাবতাম', খোলামেলা পোশাকে ছবি দিয়ে কটাক্ষের মুখে কোয়েল -

ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা লিখেছেন ‛ওমাইগড সো গুড’। কেউ লিখেছেন যে, ‛দারুন’। আবার কেউ কেউ অভিনেত্রীর ছোট পোশাকের কারনে তুমুল কটাক্ষ করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল কোয়েলের এই হট লুকের ছবি।