Koel Mallick: এক ছেলের মা হয়েও ধরে রেখেছেন গ্ল্যামার, কোয়েলের বোল্ডনেসে মুগ্ধ নেটিজেনরা

ফের একবার কোয়েলের হট লুকে ঘুম উড়লো নেটিজেনদের। বয়স ৪০-র কোঠায়! তবুও তার রূপে আজও মজে গোটা পুরুষজাতি। তিনি হলেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। এই বয়সে এসেও তার রূপ হার মানায় অষ্টাদশীর যুবতীদের। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। ‛নাটের গুরু’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে।
View this post on Instagram
তারপর থেকেই একের পর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। করোনাকালেই মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের।
তবে, পুজোর পাঁচটি দিন কিন্তু গ্ল্যামার জগতের তকমা ছেড়ে অতি সাদামাটা ঘরের মেয়ে রূপেই ধরা দেন অভিনেত্রী।
পরিবার সহ আত্মীয়দের সঙ্গে মেতে ওঠেন পুজোর আনন্দে। একেবারে সাবেকি আনায় ধরা দেন অভিনেত্রী। অনন্য তার শাড়ির কালেকশন সহ সোনার গয়নার সম্ভার। চলতি বছরের দুর্গাপুজোর একাধিক ছবি অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। যা দেখে সকলেই মুগ্ধ হয়েছেন।
View this post on Instagram
তবে, সম্প্রতি কোয়েল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’-র মঞ্চের বিভিন্ন মুহূর্ত কোলাজ করে দেখা যাচ্ছে। আসলে এগুলি গ্র্যান্ড ফিনালের শ্যুটিংয়ের মুহূর্ত। এদিন তার পরনে ছিল সিকয়েন্সের গাউন। তবে, এই শোয়ে কোয়েলের পারফরম্যান্স থাকায় তাকে পোশাক পরিবর্তন করতে হয়েছিল। সেই সময় তার পরনে ছিল লং স্কার্ট, টপ ও কোমরে বেল্ট।
View this post on Instagram
ওই ভিডিওতে কখনও কোয়েলকে দেবের সঙ্গে ডান্স করতেও দেখা যাচ্ছে। আবার কখনও একেক রকম পোজে সারছেন ফটোশ্যুট। সবমিলিয়ে কোয়েলের এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ২০২১ সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‛বনি’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল। এরপর আর তাকে দেখা যায়নি পর্দায়। তবে কবে তিনি আবারও বড় পর্দায় ফিরবেন সে সম্পর্কেও জানা যায়নি। তবে, মাঝে মধ্যেই বিভিন্ন পোস্টে নজর কাড়েন নেটিজেনদের।