Koel Mallick: স্বল্প পোশাকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, ‘Red Hot Lips’-এ নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন কোয়েল মল্লিক

বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ২০২০-তে লকডাউনের মধ্যেই মা হয়েছেন তিনি। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সন্তানের নাম রেখেছেন কবীর। তবে, মা হওয়ার পর শারীরিক ওজন বাড়লেও নিয়মিত যোগা ও তাঁর পাশাপাশি অন্যান্য এক্সারসাইজ করে নিজেকে আবারও আগের শেপে এনেছেন।
View this post on Instagram
আর যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সম্প্রতি কোয়েল নিজের ইন্সটাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)। যেখানে তাঁর পরণে রয়েছে অ্যাস কালারের ওয়েস্টার্ন পোশাক। ঠোঁটে লাল লিপস্টিক, পায়ে স্টিলেটো। একেক সময় এক ভঙ্গিতে ফটোশ্যুট করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। মা হওয়ায় পরও তাঁর চাবুক ফিগার দেখে ঘুম উড়েছে অভিনেত্রীর পুরুষ ভক্তদের।
ভিডিও (video) শেয়ার করতেই নেটিজেনরা একের পর এক প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট সেকশন। কেউ লিখেছেন ‘লুকিং অসম’। কেউ আবার লিখেছেন ‘গর্জিয়াস’। কেউ আবার জিৎ,দেব র সঙ্গে কোয়েলকে (Koel Mallick) আবার পর্দায় দেখতে চাইছেন। এমনই সব নানান কমেন্টে ভরে উঠেছে কোয়েলের কমেন্ট বক্স। আবার কেউ একটিবার কোয়েলকে রিপ্লাই দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, ‘নাটের গুরু’ সিনেমা দিয়েই প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন কোয়েল (Koel Mallick)। এরপর নিজের অভিনয় দক্ষতার গুনে মন জয় করে নিয়েছেন সকলের। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) মেয়ে হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের (Tollywood) অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা।