Entertainment

Koel Mallick: গোলাপি জামা আর ফ্লেমিঙ্গো পিঙ্কে ‘১৮-এর তরুণী’, বলতে পারবেন কোয়েলের বয়স কত?

Advertisement
Advertisements

সাধারনেই তিনি যেন অসাধারণ। তার যেমন স্নিগ্ধ রূপ তেমনই তার প্রতিটা কথার মধ্যে লুকিয়ে থাকে পজেটিভ বার্তা। ৪১ এও তিনি ১৮ এর যুবতী! কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। শ্রাবন্তী (Srabanti Chatterjee) ও নুসরতকে (Nusrat Jahan) নিয়ে যেমন বিতর্কের শেষ নেই তেমনই আবার উল্টো হলেন কোয়েল। বিতর্ক কখনও তাকে বাঁধতে পারেনি।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

বরাবরই বাবার আদর্শ মেনে সহজ সরল পথে তিনি এগিয়ে গিয়েছেন। আর তাই দর্শকদের থেকে ভালোবাসাও পেয়েছেন ভুরি ভুরি। এই বয়সে এসেও কোয়েল (Koel Mallick) তার রূপ দিয়ে হার মানায় অষ্টাদশীর যুবতীদের। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। ‛নাটের গুরু’ (Nater Guru) সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর থেকেই একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। কোয়েলের লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। করোনাকালেই মা হয়েছেন কোয়েল (Koel Mallick)। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের। দিনকয়েক আগেই ছিল তার জন্মদিন। চল্লিশের কোঠায় পা রাখলেও তাকে দেখে আজও ১৮-এর যুবতী বলেই মনে হবে।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

আর জন্মদিন স্পেশাল লুক কোয়েল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরণে রয়েছে গোলাপি রঙের ওয়ান পিস। কোমরে কালো বেল্ট। কানে দুল ও হাতে ঘড়ি। একেবারে সাদামাটা লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী। বরাবরই নিজের জন্মদিন পরিবারের সঙ্গে কাটান কোয়েল। আর এবারেও তার অন্যথা হয়নি। একেবারে বাধ্য মেয়ে কোয়েল। বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) তেমনটাই জানিয়েছেন। তবে, পরিবার ছাড়াও এবছর অনুরাগীদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছিল কোয়েলকে (Koel Mallick)। সবমিলিয়ে কোয়েলের এই স্নিগ্ধ লুকে আরও একবার মুগ্ধ হলেন নেটিজেনরা।