Koel Mallick: স্কিন টাইট সিলভার ড্রেসে লাস্যময়ী কোয়েল, অভিনেত্রীর হট লুক দেখে ঘুম উড়েছে নেটিজেনদের

ফের একবার চোখ ধাঁধানো লুকে ধরা দিলেন কবীর মাম্মা কোয়েল। টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সিনে জগতে পা রাখার পর থেকে নিজের অভিনয় দক্ষতার গুনে মন জয় করে নিয়েছেন সকলের। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা।
করোনাকালেই মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের। সম্প্রতি সেক্সী মাম্মা কোয়েল ধরা দিলেন বোল্ড লুকে। যা দেখে রীতিমতো কুপোকাত ভক্তরা। একেবারে ড্যাসিং লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি কোয়েল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরনে রয়েছে সাদা রঙের ওয়েস্টার্ন ড্রেস।
স্মোকি আইলুক ও খোলা চুলে একেবারে অন্য মেজাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। নিজের ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন কোয়েল। অভিনেত্রীর এই আবেদনময়ী লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে কোয়েল ক্যাপশনে সাদা রঙের একটি ইমোজি দিয়েছেন। আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন লাভ, হ্যাপি সানডে, লাইফ, কোয়েলকথা।
কোয়েলের ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’। কেউ আবার লিখেছেন ‛হট’। ২০২১ সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‛বনি’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল। এরপর আর তাকে দেখা যায়নি পর্দায়। তবে কবে তিনি আবারও বড় পর্দায় ফিরবেন সে সম্পর্কেও জানা যায়নি।
View this post on Instagram
তবে, মাঝে মধ্যেই বিভিন্ন পোস্টে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি কোয়েলের শেয়ার করা এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে। আরও একবার কোয়েলের নতুন লুক দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।