প্রস্তাব ফিরিয়ে দেন কোয়েল মল্লিক, ওই চরিত্রে অভিনয় করে বলিউডে বাজিমাত কঙ্গনার
একজন নগ্নতাকে ভুলে গিয়ে লড়াই করে কঠিনআবরণে নিজেকে ঢেকে রাখেন তো আর একদিকে একজন নগ্নতা ও অশালীনতা থেকে কয়েক মাইল দূরে থাকেন।
একজন টলিউডের নায়িকা কোয়েল মল্লিক আর একজন বলিউডের কুইন’ কঙ্গনা রানাউত। অভিনেতা জিৎ এর সাথে ‘নাটের গুরু’ দিয়ে কোয়েলের অভিনয় জগৎ শুরু হয় 2003 সালে। কোয়েল মল্লিক তখন একাই বলিউডের রাজ করছিল।আর একজন যাকে প্রথমেই হতে হয় শারীরিক-মানসিকভাবে নির্যাতিত, সহ্য করতে হয় অনেক অসম্মান ও নগ্নতা। বলিউডের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার সেই পুরোনো রাগগুলি বেরিয়ে আসে তার।
মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ সিনেমাতে তিনি প্রথম সুযোগ পান অভিনয়ের। ‘গ্যাংস্টার’ সিনেমাটি 2006 সালে মুক্তি পায়,প্রধান চরিত্রে কঙ্গনা রানাউত এবং ইমরান হাশমি। সেদিন কোয়েল মল্লিক যদি অফারটি ফিরিয়ে না দিতেন তাহলে হয়তো তখনও কঙ্গনার বলিউডে পা রাখা হতো না। মহেশ ভাট বলিউড নায়িকা কোয়েল মল্লিকের কাছেই ‘গ্যাংস্টার’ সিনেমার জন্য গিয়েছিলেন। স্ক্রিপ্ট পড়ার সময় ঘনিষ্ঠ-অন্তরঙ্গের মুহূর্ত দেখেই কোয়েল মল্লিক ছবিটির অফারটি ফিরিয়ে দেন।কিন্তু এমন নয় যে কোয়েল মল্লিক ইচ্ছে করেই অফারটি ফিরিয়ে দেন কঙ্গনার জন্য।সেইসময় টলিউড অনেকটাই পিছিয়ে ছিল বলা দেতে পারে। ছোটো পোশাক,ঘনিষ্ট মুহূর্ত ইত্যাদি তখনও টলিউডে স্থান পায়নি।
কিন্তু মুম্বাই তখন অনেক দূরে।এই সুযোগেই কঙ্গনা 2006 সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় তার সমস্ত প্রতিভা তুলে ধরেছিলেন। বলিউডের কুইন এখন প্রতিবাদী হিসেবে এক বিশেষ চরিত্র লাভ করেছেন। আর একদিকে বঙ্গ চলচ্চিত্রের অভিনেত্রী কোয়েল মল্লিক আবার বড় পর্দায় ফিরছেন এক দীর্ঘ বিরতি নেওয়ার পরে।