×
Entertainment

Koel Mallick: গোলাপি পোশাকে মোহময়ী কোয়েল, অভিনেত্রীর বোল্ড অবতার দেখে ঘুম উড়েছে নেটিজেনদের

গোলাপি প্রেমে মজে কোয়েল। শেয়ার করলেন এক গুচ্ছ ছবি। টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সিনে জগতে পা রাখার পর থেকে নিজের অভিনয় দক্ষতার গুনে মন জয় করে নিয়েছেন সকলের। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) মেয়ে হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। করোনাকালেই মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের।

Koel Mallick: গোলাপি পোশাকে মোহময়ী কোয়েল, অভিনেত্রীর বোল্ড অবতার দেখে ঘুম উড়েছে নেটিজেনদের -

সম্প্রতি কবীরের সেক্সী মাম্মা কোয়েল ধরা দিলেন বোল্ড লুকে। যা দেখে রীতিমতো কুপোকাত ভক্তরা। একেবারে নতুনভাবে ধরা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি কোয়েল নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনটি ছবি। তার পরনে রয়েছে গোলাপি রঙের হাফ ব্লেজার ও একই রঙের ফুল প্যান্ট। ভিতরে কালো রঙের অন্তবাস। কানে গোল ইয়ারিং। শর্ট হেয়ার ডার্ক লিপস্টিকে কোয়েলের এই আবেদনময়ী লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

Koel Mallick: গোলাপি পোশাকে মোহময়ী কোয়েল, অভিনেত্রীর বোল্ড অবতার দেখে ঘুম উড়েছে নেটিজেনদের -

ছবি শেয়ার করে কোয়েল ক্যাপশনে লিখেছেন যে, ‛ইট ইজ পিঙ্ক লাভ’। সঙ্গে কয়েকটি লাভের ইমোজি দিয়েছেন। আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন হ্যাপিনেজ, লাভ, পজিটিভভাইবস, লাইফ, সানডেফানডে, কোয়েলকথা। কোয়েলের ছবি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛গর্জিয়াস’। আবার কেউ লিখেছেন ‛খুব সুন্দর’।

প্রসঙ্গত, ২০২১ সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‛বনি’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল। এরপর আর তাকে দেখা যায়নি পর্দায়। তবে কবে তিনি আবারও বড় পর্দায় ফিরবেন সে সম্পর্কেও জানা যায়নি। তবে, মাঝে মধ্যেই বিভিন্ন পোস্টে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি কোয়েলের শেয়ার করা এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।