Entertainment

Koel Mallick: দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

Advertisement

ফের সুখবর মল্লিক পরিবারে! দ্বিতীয়বারের জন্য নাকি মা হতে চলেছেন কোয়েল (Koel Mallick)। দাদু হতে চলেছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‛নাটের গুরু’ (Nater Guru) সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন।

রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের (Tollywood) অন্দরে। তার লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। ২০১৫ সালে প্রযোজক নিসপাল সিংয়ের (Nispal Singh) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তার আগে ৫ বছর তারা চুটিয়ে প্রেম করেছেন। বিয়ের পর থেকে অনস্ক্রিন ও অফস্ক্রিন দুটোই বেশ ভালোভাবে সামলান অভিনেত্রী।

এককথায় টলিপাড়ার তিনি একনম্বর নায়িকা হলেও আসলে কোয়েল (Koel Mallick) খুবই ঘরোয়া একজন মেয়ে। আর তাইতো বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি সবটাই নিজের মতো করে সামলে নিয়েছেন। করোনাকালেই মা হয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে আবারও নাকি মা হতে চলেছেন অভিনেত্রী! আসলে কোয়েলের একটি ছবি সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। যেখানে কোয়েলকে একটি নীল রঙের পোশাকে দেখা যাচ্ছে। আর হাতে হয়েছে হলুদ রঙের ফুল।

এই ছবি গুলিতে কোয়েলকে বেশ হাসিখুশি দেখা যাচ্ছে। এমনকি একটু গোলুমলুও লাগছে। তবে, বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। এই ছবিতে কোয়েলের বেবি বাম্পও (Baby Bump) নজর কেড়েছে সকলের। আর তারপর থেকে গুঞ্জন কোয়েল (Koel Mallick) মা হতে চলেছেন। তাহলে আপনাদের জানিয়ে রাখি যে, খবরটি একেবারে মিথ্যে। ছবিটি কবীর (Kabir) হওয়ার আগের মুহূর্তের। যেটি কিনা আবারও নতুন করে ভাইরাল হয়েছে। আর সেই ছবি দেখেই সকলের এই অনুমান।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

তবে, বর্তমানে অভিনেত্রী স্বামী, সন্তান, সংসার-এর পাশাপাশি কেরিয়ার সবটাই সমানভাবে সামলে চলেছেন। বর্তমানে সকলেই এখন অভিনেত্রীর বড়পর্দায় ফেরার অপেক্ষায় দিন গুনছেন।