কোয়েল মল্লিকের মাকে চেনেন? অভিনেত্রীর সবচেয়ে কাছের মানুষ তিনি, রইলো তার ছবি!
বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা বাঙালি অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক। তিনি তার অভিনয়ের মাধম্যে জয় করে নিয়েছেন সকলের মন।নব্বই এর দশক থেকে তিনি একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে সকলের কাছেই পরিচিত। তিনি বহু সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন। এছাড়াও পরবর্তীকালে একজন সফল পার্শ্বচরিত্রকার হিসেবের অভিনয় করেছেন।
১৯৪৪ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাদের ভবানীপুর মল্লিকবাড়ির দুর্গাপূজা নামকরা। একদিকে সবাই চেনেন। রঞ্জিত মল্লিকের ডাক নাম রঞ্জু। ১৯৭১ সালে মৃনাল সেনের ‘ইন্টারভিউ’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবনযাত্রার শুরু হয়। এরপর মৌচাক, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ, স্বয়ং সিদ্ধা প্রভৃতি চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন। সত্যজিৎ রায় পরিচালিত শাখা-প্রশাখায়ও তিনি অভিনয় করেন।
রঞ্জিত মল্লিকের স্ত্রী নাম দীপা মল্লিক। এবং তার মেয়ের নাম কোয়েল মল্লিক। তার মেয়ে ২০০১ সাল থেকে বাংলা ছবিতে অভিনয় করেন। এবং গত এক দশকেরও বেশি সময় ধরে সে বাংলা ছবির সেরা নায়িকার আসন ধরে রাখেন।
অভিনেতা রঞ্জিত মল্লিক আন্তর্জাতিক ক্যালভি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তার পাওয়া অন্যান্য পুরস্কার ও সম্মানগুলি হল ২০১২ সালে বঙ্গবিভূষণ, কালাকার পুরস্কার, কলকাতা শেরিফ, এছাড়া ২০১৯ সালে পান ভারত- বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার-আজীবন সম্মাননা। ৭৬ বছর বয়সী সফল এই অভিনেতা বেল্ট ম্যান নামেও পরিচিত।