×
EntertainmentVideoViral Video

তোড়াসা কারলে রোমান্স, প্রকাশ্যে উদ্দাম নাচে ঝড় তুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক, ব্যাপক ভাইরাল ভিডিও

‛পাগলু থোড়া সা কারলে রোম্যান্স’ (Paglu Thoda Sa Karle Romance) গানে নেচে তাক লাগালেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। সম্প্রতি কলকাতায় হয়ে গেল ‛মেটা ক্রিয়েটর ডে’ (Meta Creator Day)। যেখানে বাংলার সমস্ত ক্রিয়েটরদের সম্মান জানানো হয়। পাশাপাশি সেলিব্রেট করা হয় তাদের এতদিনের যাত্রাকে। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। নামীদামি ক্রিয়েটর থেকে শুরু করে টেলিপাড়ার একঝাঁক তারকারা এখানে হাজির হয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

আর সেখানেই  কোয়েলের দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়লো সকলের। আর সেই দিনেরই কিছু ঝলক কোয়েল শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এদিন কোয়েলের পরণে ছিল নীল রঙের প্যান্ট, সাদা রঙের টপ ও তারউপর লং জ্যাকেট। পায়ে গোলাপী রঙের হাই হিল। একেবারে ফুল অন এনার্জিতে ভরা কোয়েলের পারফরম্যান্স স্বভাবতই নজর কেড়েছে নেটিজেনদের।

তোড়াসা কারলে রোমান্স, প্রকাশ্যে উদ্দাম নাচে ঝড় তুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক, ব্যাপক ভাইরাল ভিডিও -

ভিডিও শেয়ার করে কোয়েল ইনস্টাগ্রামে (Instagram) লিখেছেন যে, ‛ফান ফান এন্ড মোর ফান। হোয়াটা ফান্টা সুপা ব্লুলাস ডে স্পেন্ট উইথ দিস ইনারমাউসালি ট্যালেন্টড ব্রাঞ্চ অফ ক্রিয়েটরস এট মেটা ক্রিয়েটর ডে’। সঙ্গে নাচ ও গোলাপী হার্টের ইমোজিও দিয়েছেন। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরেছে কোয়েলের কমেন্ট বক্স।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সিনে জগতে পা রাখার পর থেকে নিজের অভিনয় দক্ষতার গুনে মন জয় করে নিয়েছেন সকলের। বয়স ৪০ র কোঠায়! তবুও তার রূপে আজও মজে গোটা পুরুষজাতি। টলি কুইন কোয়েলের সৌন্দর্য্য আজও হারমানায় অষ্টাদশীর যুবতীদের। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। করোনাকালেই মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের।