×
Entertainment

সান্টা-ক্লজের সাজে একরত্তি কবীর, পুঁচকে ছেলের সাথে খুনসুটিতে ব্যস্ত কোয়েল মল্লিক

কয়েকমাস আগেই মা হয়েছেন টলি কুইন কোয়েল মল্লিক। সেই খবরে তার পরিবার সহ টলিপাড়া ও তাঁর সব অনুরাগীরা আনন্দে উচ্ছসিত। তারপরই করোনা ছোবল বসিয়েছিল সদ্য মা হওয়া এই অভিনেত্রীর জীবনে। শুধু তিনিই না তাঁর সাথে পুরো পরিবার পরেছিল করোনার কবলে। তবে করোনা কে হার মানিয়ে নতুন ছন্দে আবার জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। সুস্থ হয়ে নবজাত শিশুর সাথেই সময় কেটেছে নায়িকার।

কিছুদিন বিরতি নিয়ে আনলক পর্বে নিজের চেনা রুটিনে ফিরলেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। অক্টোবর মাসে ছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই করোনা আবহে বাড়ির সদস্যদের নিয়ে মল্লিক বাড়িতে হয়েছিল দুর্গাপুজো। এই বছর সন্তানকে নিয়ে প্রথম পুজো ছিল কোয়েলের। ৫ই মে কোয়েল আর নিসপালের ঘরে আলো করে এসেছিল এই খুদে।

ADVERTISEMENT

বহু জল্পনার অবসান ঘটিয়ে দুর্গাপুজোর মহাষ্টমী তিথিতে ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি সপরিবারে ছবি দিয়ে সাথে ক্যাপশানে ছেলের নামও জানিয়েছিলেন। নাম দিলেন কবীর। সেলেব থেকে শুরু করে কোয়েলের অনুরাগী সকলেরই কবীর নাম খুব পছন্দের হয়।

ছেলে ও সংসার সামলে অভিনয় তো সমানে করে যাচ্ছেনই এরই সাথে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নায়িকা বেশ অ্যাক্টিভ। আজ ক্রিসমাস আর আজকের দিনে কবীরকে নিয়ে ছবি দেবেনা তা কি হয়। তাই সক্কাল সক্কাল নিজের ছোট্ট সান্তা ক্লজ কে নিয়ে আদরমাখা মুহূর্ত পোস্ট করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। কবীর আজ লাল সান্তার ড্রেস আর মাথায় লাল টুপি আর মা কোয়েল হাল্কা গোলাপি ড্রেস। কখনো কবির একা হাসি মুখে তো কখনো মায়ের কোলে আদর খেতে ব্যস্ত। ছেলের সাথে ছবি দিয়ে সকল অনুরাগীদের মেরি ক্রিস্টমাসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। মা ও ছেলের এই মজা ও খুনসুটি মুহুর্তের ছবি নিমেষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles