Entertainment

Rekha : নেই স্বামী! তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা? কারণ জানলে অবাক হবেন আপনিও

Advertisement
Advertisements

Rekha : সেলিব্রেটিদের জীবন মানেই হাজারও একটা গসিপে ভরা। কখনও কখনও বিনা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। আর তা নিয়ে চলে তুমুল হইচই। আর কারণ থাকলে তো কোনো কথাই নেই। বলিউডের (Bollywood) কিংবদন্তি অভিনেত্রী হলেন রেখা (Rekha)। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার অভিনয় দক্ষতা থেকে শুরু করে সৌন্দর্য্য আজও বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নেয়। হাজারও সুন্দরীর মাঝে দাঁড়িয়েও তিনি আজও ক্ষমতা রাখেন সবটুকু আকর্ষণ নিজের দিকে টেনে নিতে।

Know Why Rekha Wearing Sindur

Rekha : নেই স্বামী! তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা? কারণ জানলে অবাক হবেন আপনিও

৭০-এর দশকের এই জনপ্রিয় অভিনেত্রী আজও এভারগ্রিন। ৮০ ও ৯০-এর দশকে তিনি একেরপর এক সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। আর পেয়েছেন সাফল্য। তার সেই কাজল টানা চোখ, এক পিঠ ঢেউ খেলানো চুল ও কপালে টিপ ও সিঁথি ভর্তি সিঁদুর! এই রূপে যে কত পুরুষের মন পাগল হয়েছে তার কোনো হিসেব নেই। বলিউডের সর্বকালীন ডিভা হলেন রেখা (Rekha)। বর্তমানে তার বয়স প্রায় ৬৭ বছর। কিন্তু তারপরেও তিনি অষ্টাদশীর যুবতীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন তার সৌন্দর্য্য দিয়ে।

Rekha : নেই স্বামী! তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা? কারণ জানলে অবাক হবেন আপনিও

তার কেরিয়ার যেমন সকলের আলোচ্য বিষয় তেমনই ব্যাক্তিগত জীবন নিয়ে বারংবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তার প্রেমের কথা কারোরই অজানা নয়। সেই নিয়ে বারবার তো খবরের শিরোনামে তিনি থাকেনই। তবে, জয়ার কারণে যে তাদের প্রেম ভেঙেছিল সেকথাও সকলের জানা। তবে, অমিতাভের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রেখা কিন্তু বিয়ে করেছিলেন।
Rekha : নেই স্বামী! তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা? কারণ জানলে অবাক হবেন আপনিও

দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে (Mukesh Aggarwal) তিনি বিয়ে করেছিলেন। কিন্তু ১ বছরের মধ্যেই বিধবা হন রেখা। ১৯৯০ সালে মুকেশকে বিয়ে করার পর ঠিক ১ বছরের আগেই রেখার ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছিলেন সেই কারণ যদিও জানা যায়নি। আর সেই অর্থে রেখা বিধবা। কিন্তু তারপরেও আজও রেখার কপালে সিঁদুর জ্বলজ্বল করতে দেখা যায়। তাহলে কার নামে সিঁদুর পরেন রেখা? যদিও সেই প্রশ্নের উত্তর আজও অধরা।

Rekha : নেই স্বামী! তবুও কেন সিঁথিতে সিঁদুর পরেন রেখা? কারণ জানলে অবাক হবেন আপনিও

এই বিষয়ে কেউ কেউ মনে করেন যে, রেখা অমিতাভের জন্যই সিঁদুর পড়েন। তবে, রেখার জীবনী যিনি লিখেছেন অর্থাৎ লেখক ইয়াসিন ওসমান ‛রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে বলেছেন রেখা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) জন্য নাকি সিঁদুর পড়েন। অমিতাভের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রেখা নাকি সঞ্জয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি তারা নাকি গোপনে বিয়ে করেছিলেন। তবে, রেখার (Rekha) আজও সিঁদুর পরা বিষয়ে অভিনেত্রী বারবারই জানিয়েছেন তিনি ফ্যাশানের কারণে পড়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sandeep & Rohin (@mogra.in)

যদিও এসব কথা কেউ মানতে নারাজ। অধিকাংশ মানুষেরই বক্তব্য রেখার সিঁথিতে জ্বলজ্বল করতে থাকা এই সিঁদুরের একমাত্র দাবিদার নাকি অমিতাভ বচ্চন। তার জন্যই রেখা নাকি আজও সিঁদুর পড়েন যার জন্য রেখার শ্রদ্ধা ও ভালোবাসা আজও অটুট।