বিয়ের আগেই কিয়ারার মা হবার খবর! শুনে হইচই সোশ্যাল মিডিয়ায়

বিয়ের মরসুমেই মিললো কিয়ারার (Kiara Advani) আসন্ন সন্তানের হদিশ! সেলিব্রেটি মানেই তাদের নিয়ে দিনরাত চর্চা। কে কোথায় যাচ্ছেন, কার সাথেই বা যাচ্ছেন, কি খাচ্ছেন সবই নেটিজেনদের নখদর্পণে রয়েছে। বর্তমানে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে চর্চা চলছে তুঙ্গে। আর তাও আবার সন্তান প্রসঙ্গ নিয়ে। তবে, সেই জল্পনাই এবার ঘিরে ধরলো কিয়ারাকে। আর যা ঝড়ের গতিতে ভাইরাল নেটমাধ্যমে। যদিও এই নিয়ে কোনোপ্রকার মুখ খোলেননি কিয়ারা।
বলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কিয়ারা। বর্তমানে তিনি কেরিয়ারের পিকে রয়েছেন। একটা সময় তার ঘনিষ্ঠ সূত্র মাধ্যম জানা গিয়েছিল তিনি নাকি বিয়েও করতে নারাজ। যদিও সব জল্পনায় জল ঢেলে নতুন বছরের শুরুতেই সেজে উঠেছে কিয়ারা ও সিদ্ধার্থর (Kiara-Sidharth) বিয়ের আসর। সেজে উঠেছে রাজস্থানের দুর্গ। তবে, বিয়ে সারলেও হানিমুনের কোনো পরিকল্পনা তাঁদের নেই।
কেননা শীগ্রই তাদের শ্যুটিং ফ্লোরে ফিরতে হবে। আর সন্তানের কথা তো ভাবার সময়ই নেই এখন তাদের। কিন্তু তাতে কি? কিয়ারার ভবিষ্যত বাণী করলেন এক কার্ড রিডার। সেলেব কার্ড রিডার দিব্যা পন্ডিত জানালেন সম্ভাব্য কবে মা হতে চলেছেন কিয়ারা। তার মতে আগামী দু বছরের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন কিয়ারা আডবাণী। আর সেই খবরে রীতিমতো হইচই পরে গিয়েছে নেটমাধ্যম জুড়ে।
তিন বছর ধরে সিদ্ধার্থ-কিয়ারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। মাঝে একবার বিচ্ছেদ হলেও কিয়ারা নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন সিদ্ধার্থর কাছে। আর তারপর থেকেই নিজেদের সম্পর্ক বেশ আড়ালেই রেখেছেন এই প্রেমিক জুটি। যদিও তাদের কোনো খবরই চাপা থাকেনি।