সবাই বলে তিনিই ইন্ডাস্ট্রি! ‘বুম্বাদা’ প্রসেনজিতের সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে আপনার

রুপোলি জগৎ নিয়ে সাধারণ মানুষের কম কৌতুহল থাকে না। পছন্দের সেলিব্রেটিরা কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন ও কেমনই বা পোশাক পরছেন এই সবকিছুর দিকে বেশ নজর থাকে মানুষের। বলিউড জগৎ নিয়ে তো আমরা প্রায়শই কথা বলি। তবে, আজ বলবো টলিউড (Tollywood) জগৎ নিয়ে। টলিউডের ইন্ডাস্ট্রি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। এককথায় তাকে বাংলা সিনেমার ভগবান বলা হয়। একটা সময় নুইয়ে পড়া ইন্ডাস্ট্রিকে তিনিই একাহাতে দাঁড় করিয়েছেন।
দর্শকদের উপহার দিয়েছেন একেরপর এক হিট সিনেমা। আজ এত বছর পেরিয়ে যাওয়ার পর তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকু। তবে, বর্তমানে প্রসেনজিৎ ছাড়াও টলিউডের অন্যতম দুই লিডিং হিরো হলেন দেব (Dev) ও জিৎ (Jeet)। দীর্ঘদিন ধরে তারা টলিউডে (Tollywood) কাজ করছেন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো এই তিন সুপারস্টারের সম্পত্তির পরিমান। চলুন তবে জেনে নেওয়া যাক।
১.প্রসেনজিৎ (Prosenjit Chatterjee):
- তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি ভাবাই যায়না। একটা সময় ছিল যখন টিভির পর্দা লোকে খুলতই প্রসেনজিতের সিনেমা দেখবে বলে। একেরপর এক ব্লক বাস্টার সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। এখনও তাকে সিনেমার পর্দায় ভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে দেখা যায়। আর সেখানেও ভুরি ভুরি প্রশংসা পান। জানেন কি তার সম্পত্তির পরিমান কত? তার সম্পত্তির পরিমান ৩০ মিলিয়ন ডলার।
২.জিৎ (Jeet):
- বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিৎ। ‛সাথী’ সিনেমা দিয়ে প্রথম টলিউডে পা রাখেন। এরপর একেরপর এক সিনেমা দিয়ে দর্শকদের মনজয় করে নেন। বর্তমানেও ভিন্ন ধারার ছবি করে কুড়োচ্ছেন প্রশংসা। জানা গিয়েছে তার সম্পত্তির পরিমান ২ থেকে ৫ মিলিয়ন ডলারের মধ্যে।
৩.দেব (Dev)
- টলিউডের সুপারস্টার তথা ঘাটালের সাংসদ হলেন দেব। অভিনয় কেরিয়ার ও রাজনৈতিক কেরিয়ার দুটিতেই তিনি সফল। ‛অগ্নিশপথ’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন সিনেমা জগতে। তারপর থেকে একটু একটু করে জায়গা করে নেন টলিউডের অন্দরে। জানা গেছে, তার সম্পত্তির পরিমান ৩ থেকে ৫ মিলিয়ন ডলার।