×
Entertainment

ফিরে দেখা 2022: শাহরুখ থেকে ক্যাটরিনা, কোন তারকাদের নাম সবচেয়ে বেশি সার্চ হল চলতি বছরে? রইল তালিকা

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নিয়ে। যখনই তাদের নিয়ে কিছু মনে পড়ে তখনই সার্চ করে জেনে নেন খুঁটিনাটি। কিন্তু এই বছর সবচেয়ে বেশি মানুষ কাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন সেকথা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেকথাই।

১. Kim Tai Hung

এই তালিকায় প্রথমেই রয়েছে কিম তাই হুং তথা বিটিএসের ভির নাম। এবছর মানুষ তার নামই বেশি সার্চ করেছেন।

২.Jion Jang kuk

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিটিএসের সদস্য জিওন জাং কুকের নাম। যাকে সবাই জাংকুক বলেই চেনেন।

ফিরে দেখা 2022: শাহরুখ থেকে ক্যাটরিনা, কোন তারকাদের নাম সবচেয়ে বেশি সার্চ হল চলতি বছরে? রইল তালিকা -

৩.Virat kohli

এরপরই আসে সকলের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির নাম। যদিও তিনি ভারতীয়দের মধ্যে প্রথম। তবে, সার্চের তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন।

ফিরে দেখা 2022: শাহরুখ থেকে ক্যাটরিনা, কোন তারকাদের নাম সবচেয়ে বেশি সার্চ হল চলতি বছরে? রইল তালিকা -

৪.Katrina Kaif

বলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‛মেরি ক্রিসমাস’। মানুষ তার ব্যাপারে জানতে যে বেশ আগ্রহী তা এই সার্চের তালিকা দেখেই বোঝা যায়।

৫. Alia Bhatt

গতমাসেই তিনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ তিনি হলেন আলিয়া ভাট। তিনি জায়গা করে নিয়েছেন পঞ্চম স্থানে।

৬. Park ji-min

আরও একজন বিটিএসের সদস্য জায়গা করে নিয়েছেন এই সার্চ তালিকায়। আর তিনি হলেন পার্ক জি মিন। এই সার্চ তালিকা দেখলেই বিটিএসের জনপ্রিয়তার কথা বোঝা যায়।

৭. Salman Khan

সার্চ তালিকায় ভাইজান বাদ যাবেন তা আবার হয় নাকি? এই সার্চ তালিকায় সপ্তম স্থানে রয়েছে সালমান খান। আগামী বছর তার ‛টাইগার থ্রি’ মুক্তি পেতে চলেছে।

৮.Lalisa Manobal

ব্ল্যাকপিঙ্কর লালিসা মানোবল হলেন একজন থাই রাপার। তিনিও রয়েছেন এই তালিকায়। তিনি অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন সার্চ তালিকায়।

ফিরে দেখা 2022: শাহরুখ থেকে ক্যাটরিনা, কোন তারকাদের নাম সবচেয়ে বেশি সার্চ হল চলতি বছরে? রইল তালিকা -

৯.Shah Rukh Khan

নবম স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডের কিং শাহরুখ খান। নতুন বছরে ‛পাঠান’ ছবি দিয়ে তিনি আবারও ফিরছেন বড় পর্দায়।

ফিরে দেখা 2022: শাহরুখ থেকে ক্যাটরিনা, কোন তারকাদের নাম সবচেয়ে বেশি সার্চ হল চলতি বছরে? রইল তালিকা -

১০.Priyanka Chopra

এই তালিকায় দশম স্থানে রয়েছেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও তাকে আগামী বছর ‛জি লে জারা’ ছবিতে দেখা যাবে।