Entertainment

মানালী থেকে শোলাঙ্কি! সেই সমস্ত টলি অভিনেত্রী যাদের কেরিয়ার সফল হলেও টেকেনি সংসার

Advertisement
Advertisements

বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলিকে নিয়ে নতুন করে বলার কিছু। আর এই জনপ্রিয়তার দৌলতেই খুব কম সময়ের মধ্যেই টেলিপাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছে সিরিয়ালের নায়িকারা। আর এখন তাদের জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে। কিন্তু জানেন কি কম সময়ে তারা কেরিয়ার জীবনে সফলতা পেলেও সংসার জীবনে পাননি।

১৮ পেরোতে না পেরোতেই তারা বসেছেন বিয়ের পিঁড়িতে। কিন্তু কয়েকবছর পেরোতে না পেরোতেই সেই সংসারে ইতি টেনেছেন তারা। চলুন আজ জেনে নেব তাদের বিষয়ে।

১. সোনামনি সাহা (Sonamoni Saha) -বাংলা টেলিভিশনের পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনামনি। বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛এক্কা দোক্কা’ ধারাবাহিকে রাধিকা নামের চরিত্রে দেখা যাচ্ছে। বর্তমানে সহ অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কানাঘুষো চলে। কিন্তু জানেন কি ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ডান্স কোরিওগ্রাফার সুব্রত সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নায়িকা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সংসার দাঁড়ায় ভাঙ্গনের মুখে। অবশেষে ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান।

২.মানালী দে (Manali Dey)-স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ‛বউ কথা কও’ ধারাবাহিকের দৌলতে রাতারাতি সাফল্য পেয়েছিলেন মানালী দে। ধারাবাহিকে তার মৌরি নামের চরিত্রটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল দর্শক মহলে। তিনি ২০১২ সালে মাত্র ২২ বছর বয়সে ভালোবেসে গায়ক সপ্তককে বিয়ে করেছিলেন। তবে ৪ বছর পর সেই সম্পর্ক পরে ভাঙ্গনের মুখে। এরপর ২০২১ সালের ১৫ আগস্ট পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে সারেন অভিনেত্রী।

৩.তিয়াশা লেপচা (Tiyasha Lepcha) -বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে। ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ে হয় তার। এরপর স্বামীর হাত ধরে পা রেখেছিলেন এই রুপোলি পর্দার দুনিয়ায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ধরে ভাঙ্গন। অবশেষে ২০২২ সালে তাদের ডিভোর্স হয়। বর্তমানে একাই জীবন কাটছে তিয়াশার।

৪.শোলাঙ্কি রায় (Solanki Roy) -টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শোলাঙ্কি। ২০১৭ সালে শাক্য বসুর সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী। এরপর বরের কর্ম সূত্রে তিনিও নিউজিল্যান্ডে থাকতে শুরু করেন। যদিও বর্তমানে তিনি কলকাতাতেই রয়েছেন। এমনকি ‛গাঁটছড়া’ ধারাবাহিকে অন্যতম প্রধান মুখ হিসেবে তাকে দেখা যাচ্ছে। তবে, কানাঘুষো শোনা যায় যে, শাক্য বসুর সঙ্গে শোলাঙ্কির সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। যদিও এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে, সোনা যায় অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন।

৫.মধুমিতা সরকার (Madhumita Sarkar) -একসময় টেলিভিশন কাঁপানো এই অভিনেত্রী এখন রাজ করছেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে। একটা সময় টেলিভিশন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের কথা কারোরই অজানা ছিল না। ২০১৫ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি সৌরভের সঙ্গে চুপিসারে আইনি বিয়ে সারেন। কিন্তু ২০১৯ সালে তাদের বিয়ে ভাঙার খবর শোনা যায়। বর্তমানে তাদের দুজনের পথই আলাদা।