প্রিয়াঙ্কা থেকে অনুষ্কা! বেশি সুন্দরী হওয়ার লোভে প্লাস্টিক সার্জারি করিয়েছেন এইসব বলি অভিনেত্রীরা

নায়িকা মানেই আমরা বুঝি সৌন্দর্য ও রূপের ছটা। নায়িকারা বিভিন্নভাবে সুন্দর থেকে সুন্দরতর কিভাবে হয়ে ওঠা যায় সেই পথই বেছে নেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে শেষমেশ বহু অভিনেত্রী আছেন যারা প্লাস্টিক সার্জারির মতো পথে হাঁটতে বাধ্য হয়েছেন। তাই বলিউডের এই সাত অভিনেত্রীদের সম্পর্কে আজ আপনাদের জানাবো।
১) আয়েশা টাকিয়া (Ayesha Takia):
বলিউডে বর্তমানে দেখা না গেলেও হট ফিগারের জন্য নায়িকা আয়েশা টাকিয়া বলিউডে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন। অভিনয়ে আসার আগেই আয়েশা সম্পূর্ণ নিজের মুখের প্লাস্টিক সার্জারি করান। কিন্তু বিয়ের পরে থেকেই তিনি অভিনয়কে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন।
২) শিল্পা শেট্টি (Shilpa Shetty):
নিজের নাক সুন্দর ও পারফেক্ট করে তোলার জন্য সার্জারি করিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। এখনও তার নাকের প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা। নিজের রূপকে এত সুন্দরভাবে ধরে রেখেছেন নায়িকা যা সত্যি প্রশংসার দাবি রাখে।
৩) অনুষ্কা শর্মা (Anushka Sharma):
মাত্র ১৯ বছর বয়সেই শাহরুখ খানের বিপরীতে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অনুষ্কা শর্মা। ‘রব নে বনা দি জোড়ি’ সিনেমার পরেই তিনি নিজের ঠোঁটের সার্জারি করিয়েছিলেন বলে জানা যায়।
৪) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) :
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্লাস্টিক সার্জারির মাধ্যমে লিপ জব করিয়েছিলেন তা সবারই জানা। উঁচু ও সুন্দর ঠোঁট দেখানোর জন্যই এই লিপ জব অপারেশনের মাধ্যমে করেছিলেন। নাকের হাড় ভেঙে গিয়েছিলো যার ফলে সার্জারি করার পর ব্যান্ডেজ খোলা হলে দেখা যায় পুরো মুখটাই বদলে গেছে। যে কারণেই তার নাক সুন্দর করার জন্য নাকের প্লাস্টিক সার্জারি করা হয়।
৫) সারা খান (Sara Khan):
টেলিভিশনের খুবই পরিচিত মুখ সারা খান। তিনি নিজেই ঠোঁটের অস্ত্রপ্রচার করে সেলফি পোস্ট করেছিলেন। তারপর বহুবার ট্রোল করা হয় নায়িকাকে।
৬) বাণী কাপুর (Vaani Kapoor):
বি-টাউনের এই মুহূর্তের বড়ো নাম বাণী কাপুর। ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। তবে তার পরেই তিনি নাক আর ঠোঁটের অস্ত্রোপচার করিয়েছিলেন।
৭) শ্রুতি হাসান (Shruti Hassan):
দক্ষিনের নায়িকা শ্রুতি হাসান বলিউডেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন। তবে তার আরেক পরিচয় হলো তামিল সুপারস্টার কামাল হাসানের কন্যা। নিজের নাক পারফেক্ট ও সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছিলেন তিনি। যা নায়িকা নির্ভয়ে সবাইকে জানিয়েছিলেন।