Entertainment

কিম শর্মা থেকে দীপিকা পাডুকোন! ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কে জড়িয়েও বিয়ে করেননি এই সমস্ত বলি অভিনেত্রীরা

Advertisement

বলি পাড়ার নায়িকাদের সাথে সবসময়ই বিতর্কিত সম্পর্কে নাম জড়িয়েছে ক্রিকেটারদের। কোনো কোনো সম্পর্ক পরিণতি পেলেও বেশিরভাগ সম্পর্কই পরিণতি পায়নি। অন্য কেউ নয় বরং ক্রিকেটারের সাথেই একাধিক বলিউড অভিনেত্রীর সম্পর্ক ছিল। জানেন সেই জুটি কারা? আজ চলুন সেইসব বিতর্কিত, হারিয়ে যাওয়া বিখ্যাত ও চর্চিত প্রেমগুলি সম্পর্কে আপনাদের জানাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক –

১) দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী এবং দীপিকা পডুকোনের সঙ্গে সম্পর্কে এসেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। বলি অভিনেত্রী আসিনের সঙ্গেও ধোনির নাম জড়িয়েছিল। দীপিকা যদিও পরবর্তীতে যুবরাজের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন।

২) বলি অভিনেত্রী অমৃতা সিংহ ও ক্রিকেটার রবি শাস্ত্রীর সম্পর্কের কথা শোনা যায়। একটি পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশুটের সময় আলাপ হয় অমৃতা এবং রবির। নিউইয়র্কে বিয়ে করলেও সেই সম্পর্ক দুজনের বেশি টেকেনি।

৩) অভিনেত্রী কিম শর্মা ও ক্রিকেটার যুবরাজ সিংহের সম্পর্ক কারোর অজানা নয়। ‘মহব্বতেঁ‘ ছবির এই নায়িকা খুল্লামখুল্লা প্রেম করতেন। কখনও রেস্তরাঁয়, কখনও পার্টিতে একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছেন দুজনে। কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।

৪) অভিনেত্রী ইশা সর্বাণী ও ক্রিকেটার জাহির খান বহু বছর সম্পর্কে ছিলেন। দীর্ঘ আট বছর পরে তাদের সম্পর্কের ইতি হয়। সিঙ্গেল মাদার হয়েই ইশা নিজের জীবন কাটিয়ে দিয়েছেন।

৫) অভিনেত্রী নাগমাকে মনে নেই এমনতো হতে পারে না। নব্বই দশকের বিখ্যাত নায়িকা নাগমা। এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নায়িকা। ক্রিকেটারের সঙ্গে একাধিক জায়গায় দেখাও গিয়েছে তাঁকে। তবে সেই সম্পর্কের কোনো পরিণতি হয়নি।

৬) মালাইকা আরোরার বোন অমৃতা অরোরা ইংরেজ ক্রিকেটার উসমান আফজলের সঙ্গে সম্পর্কে আসেন। বছর খানেক মতো দুজনে সম্পর্কে ছিলেন। তবে ব্যক্তিগত কারণে সম্পর্কের ইতি টানা হয়।

৭) অভিনেত্রী নীনা গুপ্ত এবং ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সম্পর্ক সবার জানা। জুটির বিবাহ না হলেও দুজনের কন্যা আছে। নীনা আজীবন সিঙ্গেল মাদার হিসাবে জীবন কাটাচ্ছেন। ভিভিয়ান এবং নীনার কন্যাসন্তান মাসাবা।

৮) সম্পর্কের নিরিখে পিছিয়ে নেই ভারতের বর্তমান ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ২০১২ সালে সম্পর্কে আসেন বলি অভিনেত্রী সোফিয়া হায়াত। রোহিতের বিরুদ্ধে ভালো মানুষ নয় বলে অভিযোগ আনেন সোফিয়া। যার ফলে তাদের সম্পর্ক ভেঙে যায়।

৯) ক্রিকেটার হার্দিক পান্ডেয়ার সঙ্গে নাম জড়িয়েছে বলিপাড়ার বহু অভিনেত্রীর। মহিলাদের মধ্যে তুমুল চর্চায় থাকেন তিনি। উর্বশী রউতেলা এবং এষা গুপ্তার সাথেও তিনি সম্পর্কে ছিলেন। এছাড়াও অভিনেত্রী এলি আব্রাম ও কলকাতার মডেল লিজ়া শর্মার সাথেও নাম জড়িয়েছিল ক্রিকেটারের। ২০২০ সালে মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ হয় হার্দিকের।

১০) ৭০ ও ৮০ দশকের সবথেকে চর্চিত অভিনেত্রী ছিলেন জিনাত আমন। পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন জিনাত। দুজনের সম্পর্ক যদিও কোনোদিন পূর্ণতা পায়নি।

১১) অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন আছেন এই তালিকায়। ক্রিকেটার শ্রীসন্থের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। দু’জনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

১২) ক্রিকেটার বিরাট কোহলির নাম থাকবে না তা কি হয়। অভিনেত্রী ইজ়াবেল লেইটের সঙ্গে বিরাটের নাম জড়িয়েছিল। দু বছর চুটিয়ে প্রেম করেন দুজনে। যদিও কোনোদিন সম্পর্কের ব্যাপারে কেউই খোলাখুলি স্বীকার করেননি।