×
Entertainment

প্রথম স্ত্রী দেবশ্রীকে ভুলতে ফের বিয়ে! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী?

দেবশ্রীকে (Debashree Roy) ভুলতে অপর্ণার হাত ধরেছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। কিন্তু বিয়ের ৫ বছরের মাথায় সেই সম্পর্কে দাড়ি পরে। কিন্তু কেন জানেন কি? বাংলা টলিউড ইন্ডাস্ট্রির বাদশা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত ভিন্ন ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে মনজয় করেছেন সকলের। রিল লাইফে তিনি সিনেমার পর্দায় কাজ করলেও তার রিয়েল লাইভ কিন্তু সিনেমার চেয়ে কিছু কম নয়।

প্রথম স্ত্রী দেবশ্রীকে ভুলতে ফের বিয়ে! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী? -

ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রথম ভালোবাসা আর তারপর বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেবশ্রী ও প্রসেনজিৎ। ১৯৯২ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। যদিও বিয়ের পর দীর্ঘস্থায়ী হয়নি তাদের সংসার জীবন। মাত্র তিন বছরের মাথায় দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। অবশেষে ভেঙে যায় তাদের সম্পর্ক। ১৯৯৫ সালে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন দুজনেই। তারপর থেকে দুবছর বাড়ির বাইরে বেরোননি অভিনেতা। নিজেকে একপ্রকার বন্দি করে রেখেছিলেন।

এরপর দেবশ্রীকে ভুলতেই অপর্ণার (Aparna) হাত ধরেন নায়ক। ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। কিন্তু সেই সম্পর্কও টেকেনি বেশিদিন। ৫ বছর হতে না হতেই ইতি পরে সেই সম্পর্কে। আর তার কারণ হিসেবে উঠে আসে প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারেননি। নায়িকাদের চেয়ে কম সুন্দরী কিন্তু ছিলেন না প্রসেনজিতের এই দ্বিতীয় স্ত্রী। তবে, বর্তমানে তার সঙ্গে অভিনেতার কোনো সম্পর্ক নেই।

প্রথম স্ত্রী দেবশ্রীকে ভুলতে ফের বিয়ে! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী? -

এমনকি এই পক্ষে প্রসেনজিতের একটি মেয়েও আছে। যার নাম প্রেরণা। পেশায় একজন আইনজীবী তিনি। এই বয়সে এসেও অপর্ণা বেশ গ্ল্যামারাস। লাইম লাইট থেকে তিনি দূরে থাকেন। কিন্তু ঘুরতে যেতে বেশ ভালোবাসেন। বিদেশেই মেয়েকে নিয়ে থাকেন। এক সাক্ষাৎকারে প্রসেনজিতের মেয়ের প্রসঙ্গে বলেছেন যে, ‛তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। কিন্তু দেখা হয় না। বাইরে থাকেন। আমি তাদের জীবনে ঢুকতে চাই না। আমি সঠিক সময়ে জন্য অপেক্ষা করবো। আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না। যেটুকু চাই ঈশ্বর নিশ্চই দেবেনম আমার বিশ্বাস আমাকে ঈশ্বর সেই সময়টা দেবেন। যখন আমি আর আমার নিয়ে একে অপরকে জড়িয়ে ধরবো’।