শাহরুখ, সালমান থেকে দীপিকা, সেলিব্রিটিদের বডিগার্ডদের বেতন লজ্জায় ফেলবে সরকারি অফিসারদের!

সেলেব্রেটিরা বাড়ির বাইরে বেরোলে মিডিয়া ও সাধারণ মানুষ কার্যত ঘিরে ধরে। এক এক সময় তাদের নিজেদের বেরোনোর পরিস্থিতি হয়ে ওঠে বেশ জটিল। এমন পরিস্থিতি কাটাতে সেলিব্রিটিরা ভরসা করে বডিগার্ডদের উপরে। তারা নিজেদের জীবন বাজি রেখে সামনের দুনিয়ার সাথে সেলিব্রিটিদের সুরক্ষা দেন। তবে আপনি জানলে চমকে যাবেন তাদের বেতন বড়ো বড়ো সরকারি চাকরি করা কিংবা ভালো ব্যবসায়ীদের থেকেও কয়েক গুন বেশি। আজ তেমনই কিছু বিশিষ্ট সেলিব্রিটিদের বডিগার্ড ও তাদের বেতন আপনাদের জানাবো।
১) Shahrukh Khan ও Ravi Singh:
শাহরুখ খানের সবসময়ের সঙ্গী রবি সিং। কিং খান যেখানে যান সেখানে সাধারণ মানুষের ভিড়ের পরিমান নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে রবি কিন্তু সম্পূর্ণ কিং খানকে সামলান যে কারণে বছরে ২.৭ কোটি টাকা বেতন পেয়ে থাকেন তিনি যা বলিউডের সবথেকে বেশি বেতনের বডিগার্ড বলাই যায়।
২) Amitabh Bachchan ও Jitendra Shinde:
কোমরে কার্বিন গান নিয়ে অমিতাভের সর্বক্ষনের সঙ্গী জিতেন্দ্র। তার নিজস্ব সিকিউরিটি এজেন্সী আছে তা সত্ত্বেও তিনি বছরে ১.৫ কোটি টাকার বিনিময়ে বিগ বির খেয়াল রাখেন।
৩) Aamir Khan ও Yuvraj Ghorpade:
আমির খানের অনেকদিন এর সঙ্গী যুবরাজ। বডিবিল্ডার থেকেই তিনি এই কাজে যুক্ত হয়েছেন। আমির তাকে বছরে ২ কোটি টাকা বেতন দিয়ে থাকেন।
৪) Salman Khan ও Shera:
কেউ না চিনলে মনেই করবে ভাইজান ও শেরা হয়তো দুই ভাই। দুজনকে বহুবার ক্যামেরার সামনেও দেখা গেছে। ‘বডিগার্ড’ সি এমাতে শেরা অভিনয়ও করেছিলেন। সূত্র মারফত ২ কোটি টাকা বেতন নেন তিনি প্রতিবছর।
৫) Akshay Kumar ও Shreysay Thele:
রিপোর্ট অনুযায়ী অক্ষয় কুমারের বডিগার্ড শ্রেয়সায় বহু বছর ধরে তাদের সাথে আছেন। বছরে ১.২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।
৬) Deepika Padukone ও Jalal:
দীপিকা এখন যেখানেই যান সাধারণ মানুষের ভিড় লেগে যায়। তাই বডিগার্ড জালাল তার সর্বক্ষনের সঙ্গী বলা যায়। সেই সূত্রেই বছরে ১.২ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন তিনি।
৭) Anushka Sharma-Virat Kohli ও বডিগার্ড Sonu aka Prakash Singh:
ভারতের পাওয়ার কাপল বিরাট-অনুষ্কা যেখানেই যান তাদের ছায়া সঙ্গী সোনু। zoomtventertainment.com রিপোর্ট অনুযায়ী সোনু তাদের থেকে ১.২ কোটি টাকা বেতন পেয়ে থাকেন।