×
Entertainment

দাম্পত্য জীবন সুখের ছিলো না! বিচ্ছেদের আসল কারণ সামনে আনলেন মালাইকা

মাত্র ২৫ বছর বয়সে আরবাজ খানের (Arbazz Khan) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নায়িকা মালাইকা আরোরা (Malaika Arora)। আরবাজ ছিলেন তার থেকে পুরোপুরি দশ বছরের বড়ো। দাম্পত্য জীবন সুখের হলেও ২০১৩ সালে দুজনের ডিভোর্স হয়ে যায়। তবে মালাইকা আবারো তার থেকে দশ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের সাথে প্রেমে জড়িয়েছেন। তবে এবার কিন্তু মালাইকা সবার সামনে তার বিবাহ সম্পর্ক শেষ হবার প্রকৃষ্ঠ কারণ তুলে ধরেছেন।

দাম্পত্য জীবন সুখের ছিলো না! বিচ্ছেদের আসল কারণ সামনে আনলেন মালাইকা -

সম্প্রতি ‘মুভিং ইন উইথ মালাইকা’ নামক একটি শো-তে সঞ্চালোকের ভূমিকায় যাচ্ছেন মালাইকা। তার শো-তে উপস্থিত হয়েছিল ফারহা খান (Farah Khan)। সেখানেই কথার মাধ্যমে তার এবং আরবাজ খানের বিচ্ছেদের কারণ সামনে আনলেন অভিনেত্রী। খুব স্পষ্টভাবেই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন। প্রথমে আরবাজকে প্রপোজ করেছিলেন মালাইকাই। তবে আরবাজ খান তার থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন।

দাম্পত্য জীবন সুখের ছিলো না! বিচ্ছেদের আসল কারণ সামনে আনলেন মালাইকা -

সেসব সামলেও মালাইকা আরবাজ খানকে সোজাসুজি বলেছিলেন “সে তাকে ভালোবাসে এবং আরবাজ তাকে বিয়ে করতে পারবে কিনা?” পাল্টা আরবাজ খান কোনো প্রশ্ন না করে শুধু বিয়ের দিন আর জায়গা ঠিক করতে বলেছিলেন মালাইকাকে। মালাইকা জানান তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে ২০১০ সালে দাবাং ছবির পর থেকে। দুজনের প্রতি ভালোবাসা ও সম্মান কমে আসে।

দাম্পত্য জীবন সুখের ছিলো না! বিচ্ছেদের আসল কারণ সামনে আনলেন মালাইকা -

খুব ছোট ছোট বিষয়েও ঝামেলা হতে শুরু করে তাদের মধ্যে। ২০১১ সাল থেকে দুজনে আলাদা থাকলেও সরকারিভাবে ২০১৭ সালে তাদের ডিভোর্স হয়। এখন মালাইকা আবারো অর্জুনের সাথে নতুন সংসার বাঁধার প্ল্যানিং করছেন। বিদেশেও একসাথে ছুটি কাটাতে যান। তবে এত বছর পরে মালাইকার মুখ থেকে বিবাহ বিচ্ছেদের কারণ শুনে অনেকেই সম্পূর্ণ চমকে গেছেন বলা যায়।