‘মিঠাই’-এর নতুন প্রমোতে এক ঝলকেই মন জয় করেছে এই ছোট্ট খুদে, রইল তার আসল পরিচয়

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে মিঠাই (Mithai) ধারাবাহিকের নতুন প্রোমো। আর যেখানে দেখা মিলছে মিঠাই রানীর মতো দেখতে তো বটেই পাশাপাশি সাজপোশাকেও মিল এমন এক মহিলার। আর যা দেখে চক্ষু ছানাবড়া সকলের। পাশাপাশি ওই প্রমোতে আরও একটি পুঁচকে খুদের দেখা মিলেছে। যার আদো আদো কথায় মুগ্ধ হয়েছেন সকলেই। কিন্তু জানেন কি মেয়েটি আসলে কে?
অনেকেই তাকে চেনেন আবার অনেকেই তাকেও চেনেন না। অনেক আগে থেকেই তার একটি ফেসবুক পেজ রয়েছে। ওই খুদের নাম অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। জি বাংলার পর্দায় জনপ্রিয় শো ‛দাদাগিরি’-র মঞ্চে তার দেখা মিলেছিল। আর সেখানে দাঁড়িয়েই অনুমেঘা বলেছিলেন যে, সে ব্যাঙ্গালোরেএ একটি স্কুলে পড়তো। কিন্তু লকডাউনের কারণে কলকাতায় ফিরে এসেছে। বড় হয়ে সে ডাক্তার হতে চায়।
বর্তমানে সে এখানেই পড়াশোনা করছে আর পাশাপাশি কাজও করছেন। আপনি শুনলে অবাক হবেন যে, অনুমেঘার মধ্যে একটি বিশেষ গুন রয়েছে। আর তা হল এত ছোট বয়সেও বাংলার বিশেষ বিশেষ দিনের কথা তার নখদর্পণে রয়েছে। তবে, মিঠাই নয় এর আগে জি বাংলারই পর্দায় ‛বোধিসত্বের বোধবুদ্ধি’ নামের ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে । তবে, অনুমেঘার এই বিশেষ গুণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই।
একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা দখল করে ছিল ‛মিঠাই’। যদিও বর্তমানে সেই স্রোতে বেশ খানিকটা ভাঁটা পরেছে। এমনকি চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম দশে নেই মিঠাই রানী। যদিও তারপরেও কিন্তু মিঠাইয়ের জনপ্রিয়তা একেবারেই কমেনি। কিন্তু গল্পের একই ট্যাক দেখে দর্শকেরা খানিকটা বিরক্ত হয়েছেন বৈকি। তবে, এবার দর্শকদের ঘরে ফেরাতে নতুন টুইস্ট দিয়েছেন নির্মাতারা।
আর সেখানেই দেখা মিলেছে মিঠাই রানীকে। এখন শুধু দেখার পালা নতুন টুইস্ট-র পর কতটা হালে পানি পায় মিঠাই ধারাবাহিক।