Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্যে দিয়ে প্রথম সিনেমার জগতে আত্মপ্রকাশ তার। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে দীপিকা পাডুকোন (Deepika Padukone) বলিউডে রাজ করছেন। তার আলাদা করে কোনো পরিচয়ের দরকার হয় না কারণ বলিউড থেকে হলিউডেও কাজ করেছেন অভিনেত্রী।

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

এখনও পর্যন্ত ৪১ টি সিনেমা তাঁর ঝুলিতে আছে। চলতি বছরেই আরও ২টি রিলিজ করবে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি অভিনেত্রীর বাড়ি, গাড়ি ও সম্পত্তির পরিমান ঠিক কত যা এই নতুন বছরে জানলে চমকে উঠবেন।

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

বাড়ি – মুম্বাইয়ের Beaumonde Towers 4BHK ফ্ল্যাট আছে যার দাম ৬ কোটি টাকা। সাথেই বিয়ের পরে দীপিকা-রণবীর (Ranveer Singh) একসাথে Beaumonde Towers ২৬ তলায় একটি অত্যাধুনিক ফ্ল্যাট নিয়েছে।

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

গাড়ি – নিশ্চয়ই বুঝতে পারছেন তার গাড়ির কালেকশন কেমন হতে পারে। ২.৮০ কোটি টাকার Mercedes Maybach GLS 600 থেকে ১.৬২ কোটি টাকা দামের Mercedes Benz S-Class গাড়ি আছে তার কাছে। শুধু এইএটুকুই নয় Aston Martin Rapide S, Land Rover, Range Rover Vogue, Audi Q7 এসব কোটি টাকা দামের গাড়ি আছে দীপিকার গ্যারাজে।

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

ব্র্যান্ড ও বিজ্ঞাপন – বর্তমানে তিনি বেশ অনেকগুলি ব্রান্ডের সাথে যুক্ত আছেন যেমন –

Louis Vuitton
Levi’s
Tetley Green Tea
Lloyd
Jio
Pepsi
Adidas
Axis Bank
Nestle Fruita Vitals
এসব কোম্পানি থেকে দীপিকা প্রতি বছর ২ কোটি টাকার কোটির থেকেও বেশি আয় করে থাকেন।

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

সিনেমা ও পারিশ্রমিক : বর্তমানে সিনেমা প্রতি ১৫-২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তার সাথেই ব্যবসা, বিজ্ঞাপন হিসাবে তার আয় বছরে আরও অনেক।

কোটি টাকার বাড়ির পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, দীপিকার সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে ধনকুবেররাও

মোট সম্পত্তি : বর্তমানে দীপিকা পাডুকোনের মোট সম্পত্তির পরিমান ৩৫ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোট ২৯০ কোটি টাকা। যে কারণে তিনি অন্য অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়ে তালিকায় প্রথম সারিতেই আছেন।