×
Entertainment

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও

সালটা ২০১১, ‘মার্ডার ২’ সিনেমায় ‘ফির মহব্বত’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। সেখান থেকে গত শনিবার অর্থাৎ ২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারী কলকাতার অ্যাকোয়াটিকাতে মন মাতানো কনসার্ট! এটাই হয়তো গায়ক অরিজিৎ সিংহের (Arijit Singh) জীবনী পঞ্জী। এক দশকের বেশি সময় ধরে তিনি দেশের সেরা গায়কের তালিকায় নিজের প্রথম স্থান ধরে রেখেছেন। যার ফলে আয়ও নেহাতই কম নয়।

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও -

তবে সাধারণ থেকে অতি সাধারণ জীবনযাপন পছন্দ অরিজিতের। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রাস্তায় এত বড়ো সেলিব্রেটিকে হামেশাই দেখা যায়। তবে জানেন অরিজিৎ সিংহের মোট সম্পত্তির পরিমান কত?

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও -

বাড়ি : বেশিরভাগ সময়ে ঘরের ছেলে ঘরে থাকলেও নাভি মুম্বাইতে তাঁর নিজস্ব একটি বাড়ি আছে। ৮ কোটি টাকা দামের সেই বিলাস বহুল বাড়িতেই মাঝেমধ্যে গিয়ে বাস করেন তিনি।

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও -

গাড়ি : জিয়াগঞ্জে থাকা কালীন তাঁকে গাড়িতে দেখা যায় না। তবে শোনা যায় মুম্বাইতে নাকি তাঁর Hummer, Range Rover, Mercedes – Benz সহ প্রায় ১.৫-২ কোটি টাকার গাড়ি আছে।

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও -

পারিশ্রমিক : সিনেমার গান পিছু অরিজিৎ বর্তমানে ১৫-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে লাইভ পারফরমেন্স করার ক্ষেত্রে একঘন্টা অনুষ্ঠানের জন্য তিনি ১.৫ কোটি টাকা নিয়ে থাকেন।

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও -

মোট সম্পত্তি : জানা গেছে, বছরে এখন ৫০ কোটির বেশি আয় করেন অরিজিৎ সিং। প্রতিবছর তাঁর সম্পত্তি বৃদ্ধির জন্য যে মানুষের ভালোবাসা দায়ী তা বলার অপেক্ষা রাখে না।

সাধারন জীবনযাপন করলেও একটি শো করতে নেন 1.5 কোটি! অরিজিতের সম্পত্তির পরিমাণ শুনলে লজ্জা পাবে শাহরুখও -

এসব ছাড়াও দেশের সেলিব্রেটিদের মধ্যে সরকারকে সবথেকে বেশি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছেন অরিজিৎ। গরিব মানুষদের জন্য “Let There Be Light” নামের এনজিও চালান অরিজিৎ নিজেই। প্রতিদিন যে মানুষের ভালোবাসা বেড়েই চলেছে তাঁর প্রতি সেটা বলার অপেক্ষা রাখে না।

উপরে ব্যবহৃত ছবিটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে।