×
Entertainment

একটি ছবির পরেই উধাও! বর্তমানে কী করছেন ‘প্রেমী’ ছবির জিৎ ও যীশুর নায়িকা?

বাংলা সিনেমা বাঙালির কাছে একটা আবেগের জায়গা। আর সেই আবেগকে মাথায় রেখেই বড়পর্দায় আসে একেরপর এক ছবি। সালটা ২০০৪। রবি কিনাগীর হাত ধরে মুক্তি পায় ‛প্রেমী’ ছবি। একধারে বন্ধুত্ব অন্যদিকে ত্রিকোণ প্রেম নিয়ে তৈরি এই সিনেমা ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মাঝে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত (Jishu Sengupta), জিৎ (Jeet) ও চন্দনা শর্মা (Chandana Sharma)।

একটি ছবির পরেই উধাও! বর্তমানে কী করছেন 'প্রেমী' ছবির জিৎ ও যীশুর নায়িকা? -

তাদের তিনজনের কেমিস্ট্রি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না চন্দনা হলেন যীশুর শ্যালিকা। নীলাঞ্জনার নিজের বোন। বর্তমানে যীশু ও জিৎ এই নাম দুটি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দুটি নাম। দুজনেরই বেশ খ্যাতি। কিন্তু চন্দনা কোথায়? ‛প্রেমী’ সিনেমার পর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রি থেকে তিনি যেন উধাও হয়ে গিয়েছেন।

একটি ছবির পরেই উধাও! বর্তমানে কী করছেন 'প্রেমী' ছবির জিৎ ও যীশুর নায়িকা? -

কিন্তু কোথায় আছেন জিতের সেই নায়িকা জানেন কি? তিনি কাজ করছেন তো বটেই। তবে খুবই বেছে। এমনকি ওটিটি প্লাটফর্মেও তার হাতেখড়ি হয়েছে। তবে, শুধু বাংলাতেই নয়, বাংলা ও হিন্দি দুই জায়গাতেই তিনি কাজ করেছেন। জনপ্রিয় ‛জাস্ট মহব্বত’ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল চন্দনার। এরপর ‛দিল হ্যায় কি মানতা নেহি’, ‛ধক ধক ইন মুম্বাই’-মতো ধারাবাহিকে তাকে কাজ করতে দেখা গিয়েছে।

একটি ছবির পরেই উধাও! বর্তমানে কী করছেন 'প্রেমী' ছবির জিৎ ও যীশুর নায়িকা? -

আর তারপরই টলিউডে প্রেমী ছবির হাত ধরে তিনি সফলতা পান। তার সহজ, সরল অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সকলেই। যদিও এরপর আর তাকে কোনো বাংলা ছবিতে দেখা যায়নি। ২০১১ সালে ‛মুম্বাই মাস্ট কলন্দর’ নামে একটি ছবিতে দেখা গিয়েছিল। এমনকি ২০২০ সালে তাকে ‛ক্রিমিনাল জাস্টিস’-এ অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমার এতবছর পর আজও ‛প্রেমী’ সিনেমা বহু দর্শকদের কাছে পছন্দের সিনেমার মধ্যে একটি।

একটি ছবির পরেই উধাও! বর্তমানে কী করছেন 'প্রেমী' ছবির জিৎ ও যীশুর নায়িকা? -