যশ দাশগুপ্তের প্রথম স্ত্রী শ্বেতাকে চেনেন? বর্তমানে কোথায় তিনি? জেনে নিন

নুসরতই (Nusrat Jahan) প্রথম নয় তার আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন যশ! সেইপক্ষের এক পুত্র সন্তানও আছে। প্রকাশ্যে যশের জীবনের কিছু অজানা কাহিনী। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। টেলিভিশন (Television) থেকেই তার যাত্রা শুরু। এখন টলিউড (Tollywood) পেরিয়ে বলিউডেও (Bollywood) কাজ করছেন অভিনেতা। পাশাপাশি স্ত্রী নুসরত ও ছেলে ঈশানকে নিয়ে বেশ সুখেই তার দিন কাটছে।
তবে, জানেন কি নুসরতের (Nusrat Jahan) আগেও আরেক জনের সঙ্গে সংসার পেতেছিলেন যশ। যদিও টেকেনি সেই সংসার। কিন্তু তিনি কে, এখন কোথায় থাকেন, তার পরিচয়ই বা কি সেসব কিছু আপনাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো। যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস (Sweta Singh Kalhans) । বর্তমানে তিনি মুম্বাইতে রয়েছেন। ২০২১ সালে যখন যশ-নুসরতের (Yash-Nusrat) প্রেমের খবর তুঙ্গে তখন তিনি মুখ খুলেছিলেন।
আর তা বাদে নিজেকে সংবাদমাধ্যম থেকে দূরেই রাখেন শ্বেতা (Sweta Singh Kalhans)। যশ শ্বেতাকে (Yash-Sweta) কলকাতায় বিয়ে করেছিলেন। একটা সময় শ্বেতা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। ভালোবেসে একে অপরকে বিয়ে করলেও সেই বিয়ে সুখের হয়নি। যশ ও শ্বেতার একটি ছেলেও রয়েছে। তবে, সে মায়ের সঙ্গে থাকেনা। কিন্তু নুসরতের (Nusrat Jahan) সঙ্গে তার বেশ ভাব।
ওদিকে শ্বেতা (Sweta Singh Kalhans) এক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন রকমের গসিপ থেকে নিজেকে দূরে রাখেন। বর্তমানে নিজের মতোন করে সময়ও কাটাচ্ছেন। অনেকে হয়তো যশের (Yash Dasgupta) এই প্রথম স্ত্রীর কথা জানেনই না।