একদা দু-মুঠো খাবারের জন্য পেতে হয়েছিল কষ্ট! আজ কোটিপতি, জানুন হিরো আলমের সম্পত্তির পরিমাণ

হিরো আলম বাংলাদেশের সবথেকে বড়ো সেলিব্রিটি। আশরাফুল হোসেন ওরফে হিরো আলম নিজেই নিজেকে সুপারস্টার ঘোষণা করেছেন। বেসুরো গলায় গান, জঘন্য হাস্যকর অভিনয় ও মিউজিক ভিডিও তৈরির জন্য বরাবরই ট্রোল হন তিনি। এখন বাংলাদেশ নয় বরং ভারতেও আলমের ফ্যান ফলোইং প্রচুর। সম্প্রতি হিরো আলম (Hero Alom) আবার আলোচনার বিষয় হয়ে উঠেছেন তাঁর বিপুল সম্পত্তির পরিমানের জন্য।
এখন তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। প্রথমবার ভোটে প্রার্থী হিসাবে দাঁড়ালেও গ্রাহ্যতা পাননি। বরং উল্টে জুটেছিলো বিপরীত প্রার্থীর সমর্থকদের হাত থেকে বেদম মার। তবে সে হেরে যাওয়ার পাত্র নন এটা সবাই জানে। এই বছরেও তিনি বাংলাদেশের বগুড়া ৪ কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া ৬ সদর আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আর তারপরেই বিতর্ক উঠেছে হিরো আলমের বিপুল সম্পত্তির পরিমান নিয়ে।
চার বছর আগেও হিরো আলমের সম্পত্তি বলতে ছিলো ৮৭ হাজার টাকা মূল্যের একটা পুরনো বাইক, ২.৫ লক্ষ টাকার আসবাব ও ব্যাংকে কয়েক হাজার টাকা। তাঁর সাথে আলমের স্ত্রীয়ের ছিল এক ভরি সোনা। তবে চার বছর পরে অর্থাৎ বর্তমানে হিরো আলমের মনোনয়নের সঙ্গে জমা পড়েছে তাঁর বর্তমান সম্পত্তির পরিমান আর তা দেখেই নাকি অবাক হয়ে গেছেন বগুড়া জেলার প্রশাসক।
বর্তমানে ৯ বিঘা জমির উপরে তাঁর বাড়ি। রয়েছে ৫০ বিঘা চাষের জমি। ব্যাংকে রয়েছে নগদ ৫৫ লক্ষ ও স্ত্রীয়ের গয়নার পরিমান দাঁড়িয়েছে ১০ ভরি। তবে আলম যদিও সরাসরি জানিয়েছেন এই সব অর্থ তিনি নিজেই সৎ পথে রোজগার করেছেন। মিউজিক ভিডিওতে অভিনয়, বেশ কিছু ছবিতে অভিনয় ও ইউটিউবে ভিডিও বানিয়ে তিনি অর্থ রোজগার করেন। যদিও এখন তিনি সরাসরি জানিয়েছেন আগে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল তবে এখন সময় ফিরেছে। এবার তবে ভোটে জিতবে হিরো আলম তা যদিও জানার জন্য সবাইকে বিস্তর অপেক্ষা করতে হবে।