প্রাসাদের ন্যায় বিলাসবহুল বাড়ির পাশাপাশি রয়েছে দামি গাড়ি ও প্রাইভেট জেট! রইল অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ

বলিউডের বেতাজ বাদশা যদি হন শাহরুখ খান (Shah Rukh Khan) তাহলে তার সামনে দাঁড়িয়ে কিন্তু বিগ-বি। ৫৩ বছর ধরে এক নাগাড়ে অভিনয় করে যাচ্ছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। একসময় বলিউডের স্তম্ভ কিন্তু তিনিই ছিলেন তা বলতেই হবে। ৮০ বছর বয়সেও একের পর এক সিনেমা তার সুপারহিট। যে কারণে প্রতিদিন অর্থনৈতিক ভাবে আরও ফুলে ফেঁপে উঠছেন তিনি। তবে জানেন ২০২৩ সালে দাঁড়িয়ে অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমান কত? কত টাকাই বা তিনি সিনেমা পিছু নিয়ে থাকে জানেন? এসব অজানা তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরবো Humppy -র এই বিশেষ প্রতিবেদনে।
বাড়ি : মুম্বাইয়ে অমিতাভের চারটি বাংলো আছে যার কথা সবাই শুনেছেন। ‘জলসা’,’জনক’,’প্রতীক্ষা’,’ভাটস’ এই চারটি বাংলোর একত্র মূল্য নাকি ২০০ কোটি টাকারও বেশি। পুরো পরিবার জলসা বাংলোতেই বাস করেন। সাথেই অমিতাভ বিভিন্ন জায়গায় বাড়ি ও জমি কিনে রেখেছেন বলে জানা যায়।
গাড়ি ও প্রাইভেট জেট : অমিতাভ বচ্চনের গ্যারাজে ৩ কোটি টাকা দামের Range Rover, ৯৫ লাখের Porsche Cayman S, ৪০ লাখের Mini Cooper S ছাড়াও Bentley Continental GT, Mercedes-Benz S 3450, Lexus LX570 এই ধরণের বিশেষ গাড়ি গুলি আছে।
তবে অনেকদিন আগেই খবরে এসেছিলো অমিতাভের কাছে ২৬০ কোটি মূল্যের ব্যক্তিগত জেট প্লেন আছে যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে উড়ে যেতে পারেন অভিনেতা।
পারিশ্রমিক : বর্তমানে অমিতাভ বচ্চন সিনেমা পিছু ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন যা এই বয়সের অভিনেতাদের থেকে পাঁচ গুন বেশি।
ব্র্যান্ড এন্ডর্সমেন্ট : upGrad, Maaza, MediBuddy, Muthoot Finance, Amway, Maggi এসবের ভারতীয় প্রচার দূত অমিতাভ বচ্চন। এসবের জন্য তিনি ৫-৬ কোটি টাকা করে নিয়ে থাকেন। আর বিজ্ঞাপনের পারিশ্রমিক আলাদা।
মোট সম্পত্তি : বর্তমানে বিগ-বি ৪১০ মার্কিন ডলার অর্থাৎ ৩৩৯০ কোটি টাকার মালিক তিনি। যে কোনো ব্যবসায়ীর থেকে কিছু কম নয় অমিতাভ বচ্চন সেটা বলার জায়গা রাখে না।