মাত্র ৪ মাসের মধ্যেই ফাটল ধরে সম্পর্কে! কোথায় থাকেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী?

কেউবা বলিউডে (Bollywood) আবার কেউ টলিউডে (Tollywood) অভিনয় দক্ষতার মাধ্যমে নিজেদের কেরিয়ার গড়ে তুলেছেন। তবে আজকের এই প্রতিবেদনে এমন একজনের কথা বলবো যিনি কিনা টলিউড ও বলিউড দুই জায়গাতেই নাম করেছেন। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। খুব গরিব পরিবারেই তিনি জন্মেছিলেন। কিন্তু আজ নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে ধনীদের তালিকায় তিনি নিজের নাম তুলেছেন।
এমনকি গণ্যমান ব্যাক্তিদের মধ্যে হয়ে উঠেছেন একজন। টলিউড ও বলিউড দুই জায়গাতেই দেখিয়েছেন তার অসাধারন অভিনয় দক্ষতা। এতবছর পরেও তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। তার কেরিয়ার নিয়ে যেমন চর্চা হয় তেমনই চর্চা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। বর্তমানে স্ত্রী যোগিতা বালি (Jogita Bali) ও ৪ সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে অভিনেতার। তবে, জানেন কি যোগিতাই কিন্তু অভিনেতার প্রথম স্ত্রী নন।
মুম্বইতে (Mumbai) পা রাখার পর একাধিক নারীর আগমন ঘটেছিল মিঠুনের (Mithun Chakraborty) জীবনে। আর তারমধ্যেই একজন ছিলেন বলিউডের (Bollywood) অভিনেত্রী হেলেনা লিউক (Helena Luke)। যেকিনা ‛সাথ সাথ’, ‛আও পেয়ার করে’, ‛দো গুলাবে’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। তারসঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। এরপর ১৯৭৯ সালে মিঠুন ও হেলেনার (Mithun-Helena) বিয়ে হয়। তবে, মাত্র ৪ মাসের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপর বলিউডে তাকে আর দেখা যায়নি।
ওদিকে মিঠুনের (Mithun Chakraborty)
জীবনেও আসেন যোগীতা। এরপর তার সঙ্গেই বিয়ে সারেন অভিনেতা। তবে, মিঠুনের প্রথম স্ত্রী হেলেনা শুধু বলিউড (Bollywood) নয় ভারত ছেড়ে চলে যান বিদেশে। বর্তমানে তিনি নিউইয়র্ক-এ (Newyork) থাকেন। এমনকি বেছে নিয়েছেন নতুন পেশা। তিনি এয়ারলাইন্স সংস্থায় কাজ নেন। আর তাই সেখানেই রয়েছেন। এমনকি নতুন করে পেতেছেন সংসারও। বর্তমানে দুজনেই দুজনের জায়গায় সুখে দিন কাটাচ্ছেন।