শ্রাবন্তী থেকে শুভশ্রী! টলিউড অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও

টলিউড ইন্ডাস্ট্রি মানেই সুন্দরীদের ঢল। তারা সকলেই তাদের অভিনয় দক্ষতা দিয়ে মনোরঞ্জন করে চলেছেন অগণিত ভক্তদের। রিল হোক বা রিয়েল সব নিয়েই তারা থাকেন সংবাদের শিরোনামে। তবে, এই ডাকসাইটে সুন্দরী অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কি তা অনেকেরই অজানা। আজকের এই প্রতিবেদনে আপনাদের পছন্দের সকল অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেই আলোচনা করবো। চলুন তবে দেখে নেওয়া যাক।
১.ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): নব্বয়ের দশক থেকে তিনি কাজ শুরু করেছেন সিনেমার পর্দায়। এরপর একের পর এক ছবি দিয়ে মনজয় করেছেন সকলের। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আজও সমানতালে কাজ করে চলেছেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলতে হলে বলা যায় যে ঋতুপর্ণা লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়েছিলেন।
২.স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)-টলিউডের অন্যতম জনপ্রিয় তথা সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি। বরাবরই তিনি তার স্পষ্ট মতামতের জন্য পরিচিত সকলের কাছে। এই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হয়েছিলেন।
৩.শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra): টলিপাড়ার আরও এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। তাকে নিয়ে নেটমাধ্যমে চর্চার শেষ নেই। শ্রীলেখা জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন।
৪.রচনা ব্যানার্জি (Rachana Banerjee):
নব্বইয়ের দশকের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রচনা। বর্তমানে দিদি নাম্বার ওয়ান-এর দৌলতে তার জনপ্রিয়তা তুঙ্গে। বাংলার পাশাপাশি তিনি হিন্দি ও ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। জানা যায় তিনি গ্রাজুয়েট।
৫.কোয়েল মল্লিক (Koel Mallick): টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের নাম ভাঙিয়ে নয়, বরং নিজের অভিনয় দক্ষতার গুনেই জায়গা করে নিয়েছেন সকলের মনে। অভিনেত্রী গোখলে মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজি নিয়ে স্নাতক শেষ করেন।
৬. শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee): টলিপাড়ার মিষ্টি নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। ছোট থেকেই যুক্ত অভিনয়ের সঙ্গে। তার শিক্ষাগত যোগ্যতা বেশি দূর নয়। এমনকি তা নিয়ে বিশেষ তথ্য জানা যায়নি।
৭.শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)- টলিউডের আরও এক ডাকসাইটে সুন্দরীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গাঙ্গুলি। অভিনেত্রী ম্যানেজমেন্টে স্নাতক।
৮. নুসরত জাহান (Nusrat jahan)-টলিপাড়ার বহুল চর্চিত একজন অভিনেত্রী হলেন নুসরত জাহান। গত ১ বছরেরও বেশি সময় ধরে তিনি রয়েছেন সংবাদের শিরোনামে। নুসরত ভবানীপুর কলেজ থেকে বি.কম অনার্স পাশ করেছেন।
৯. মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)-টলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন মিমি। তার টমবয় লুক বেশ পছন্দ করেন দর্শকরা। এই অভিনেত্রী আশুতোষ কলেজ থেকে বি.এ পাশ করেছেন।