Entertainment
সুহানা থেকে জাহ্নবী, বলি স্টার কিডদের শিক্ষাগত যোগ্যতা শুনলে অবাক হবেন আপনিও!
Advertisement

বলিউড (Bollywood) জগৎ মানেই নাম-যশ খ্যাতিতে ভরপুর। সেলিব্রেটিরা হলেন এই জগতের প্রাণ কেন্দ্র। তাদেরকে নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। পাপরাজ্জিদের ক্যামেরা থেকে তারা পালাতে পারেন না কোনোভাবেই। সংবাদপত্রে তাদের নিয়ে কম লেখালেখি হয়না। তবে, তাদের পাশাপাশি তাদের সন্তারাও বেশ জনপ্রিয়। এমনকি তাদের গুণের শেষ নেই। ব্যক্তিগত জীবন তারা আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। কিন্তু সেটা আর হয় কই? আজকের এই প্রতিবেদনে স্টার কিডদের পড়াশোনার দৌড় কতখানি সেই নিয়েই কথা বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক।
- আরিয়ান খান (Aryan Khan): শাহরুখ খান (ShahRukh Khan) ও গৌরী খানের (Gouri Khan) বড় ছেলে আরিয়ান খান। কিছুদিন আগে পর্যন্তও মাদক কান্ডে তাকে নিয়ে বেশ শোরগোল চলছিল নেটমাধ্যমে। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম মেকিং এবং রাইটিংয়ের উপর কোর্স করেছেন। এছাড়া আরিয়ান ‘স্কুল অফ সিনেমাটিক আর্টস’ থেকে ফাইন আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে স্নাতক।
View this post on Instagram
- সুহানা খান (Suhana Khan): শাহরুখ ও গৌরীর বড় আদরের মেয়ে সুহানা। যিনি কিনা ‛ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল’ থেকে তার স্কুলিং করেছেন। এরপর তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির ‛টিশ স্কুল অফ আর্টস’ থেকে বাকি পড়াশোনা করেন।
View this post on Instagram
- সারা আলী খান (Sara Ali Khan): সইফ (Saif Ali Khan) ও অমৃতার (Amrita Singh) মেয়ে হলেন সারা আলী খান। পাশাপাশি তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি মুম্বইয়ের বেসান্ট মন্টেসরি স্কুল থেকে তাঁর স্কুলিং করেছেন। এরপর নিউইয়র্কের ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’ থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।
View this post on Instagram
- ইব্রাহিম আলী খান (Ibrahim Ali Khan): সইফ ও অমৃতার দ্বিতীয় সন্তান হলেন ইব্রাহিম। যিনি মুম্বইয়ের ‛ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে তাঁর স্কুলিং করেছেন। এরপর লন্ডনের একটি বোর্ডিং স্কুল থেকে বাকি পড়াশোনা করেন।
View this post on Instagram
- জাহ্নবী কাপুর (Janhvi Kapoor): প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুরের (Bonny Kapoor) প্রথম সন্তান হলেন জাহ্নবী কাপুর। পাশাপাশি তিনি বলি অভিনেত্রীও বটে। তিনিও ‛ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে তার স্কুলিং করেছেন। এছাড়া জাহ্নবী অভিনয় জগতে পা রাখার আগে ‛লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট ক্যালিফোর্নিয়া’ থেকে অভিনয়ের কোর্স করেছিলেন।
View this post on Instagram
- খুশি কাপুর (Khushi Kapoor): শ্রীদেবী ও বনির দ্বিতীয় সন্তান হলেন খুশি। তিনিও ‛ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে তার স্কুলিং শেষ করেছেন। এরপর ‛নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি’ থেকে অভিনয়ের কোর্স করেন।
View this post on Instagram
- নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda): বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি নভ্যা নাভেলি নন্দা লন্ডনের ‛সেভেনক্স স্কুল’ থেকে তার স্কুলিং শেষ করেছেন। এরপরে তিনি ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক হন।
View this post on Instagram
- অনন্যা পান্ডে (Ananya Panday): বলি অভিনেতা চাঙ্কি পান্ডের (Chunky Panday) মেয়ে হলেন অনন্যা পান্ডে। তিনিও একজন অভিনেত্রী। অনন্যাও ‛ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে তাঁর স্কুলিং শেষ করেছেন। এরপর তিনি ‛ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ থেকে স্নাতক হন।
View this post on Instagram
তাহলে জেনে গেলেন নিশ্চই তারকা সন্তানদের ছেলে-মেয়েরা কে কতদূর পড়াশোনা করেছেন।