×
Entertainment

কতদূর পড়াশুনা করেছেন অমিতাভ-জয়া-ঐশ্বর্য? জানুন বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা

বলিউড বললেই কিছু বিশেষ পরিবারের নাম প্রথমেই সাধারণ মানুষের মাথায় আসে। ঠিক তেমনই একটি পরিবার হলো বচ্চন ফ্যামিলি। বলিউডের বাইরে থেকে এসে নিজের চেষ্টায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) কার্যত নিজেই ‘ইন্ডাস্ট্রি’ বলে পরিচিতি পেয়েছেন। তবে জানেন অমিতাভ থেকে অভিষেক বচ্চন পরিবারের প্রতিটি সদস্যদের পড়াশুনার দৌড় কতদূর? চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কোন সদস্য কতদূর পড়াশোনা করেছেন বচ্চন পরিবারের।

কতদূর পড়াশুনা করেছেন অমিতাভ-জয়া-ঐশ্বর্য? জানুন বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা -

১) অমিতাভ বচ্চন – নৈনিতালের শেরউড স্কুল থেকে পড়াশুনা শেষ করে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের করোরি মাল কলেজ থেকে গ্রাজুয়েট হন। এখন যদিও তার পড়াশুনা নয় বরং কাজ নিয়েই সবাই বেশি আগ্রহী।

২) জয়া বচ্চন – ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল থেকে পড়াশুনা করেছেন বিগ বি পত্নী। তারপর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে অভিনয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

কতদূর পড়াশুনা করেছেন অমিতাভ-জয়া-ঐশ্বর্য? জানুন বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা -

৩) অভিষেক বচ্চন – বিখ্যাত জমুনাবাই নার্সারি স্কুল থেকে পড়াশুনা শুরু করেন অভিষেক। বোম্বে স্কটিশ স্কুল, নিউ দিল্লির মডার্ন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর সুইজারল্যান্ডের আইগলন কলেজ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করেন। তবে পড়াশুনা তিনি শেষ করেননি।

৪) শ্বেতা বচ্চন – জমুনাবাই নার্সারি স্কুল থেকে পড়াশুনা শুরু করেন বচ্চন পরিবারের ছোট কন্যা। তার পরে সুইজারল্যান্ড থেকে স্কুলের পড়া শেষ করে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাডুয়েশন শেষ করেন।

কতদূর পড়াশুনা করেছেন অমিতাভ-জয়া-ঐশ্বর্য? জানুন বচ্চন পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা -

৫) ঐশ্বর্য রাই বচ্চন – পরিবারের বউ ও অভিষেকের স্ত্রী ঐশ্বর্য মুম্বইয়ের আর্য বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে জয়হিন্দ কলেজ ও মাটুঙ্গার ডিজি রূপারেল কলেজে ভর্তি হন তিনি। রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হন তবে মডেলিংয়ের দিকে ঐশ্বর্যর বেশি আগ্রহ থাকার জন্য আর পড়াশুনা করেননি তিনি।