×
EntertainmentLifestyle

দিন দিন বাড়ছে রূপের জেল্লা! ফাঁস হল সারা আলি খানের রূপের রহস্য

সারা আলি খান (Sara Ali Khan) বর্তমানে বলিউডের (Bollywood) একজন প্রধান নায়িকা। তিনি শুধু তাঁর সৌন্দর্য বা অসাধারণ অভিনয় ক্ষমতার জন্য বিখ্যাত তাই নয়, বরং তাঁর ব্যবহার ও কথাবার্তার নম্রতার জন্যও বিখ্যাত। সম্প্রতি সারা তাঁর সুন্দর চুল ও ত্বকের রহস্যা ফাঁস করেছেন।

দিন দিন বাড়ছে রূপের জেল্লা! ফাঁস হল সারা আলি খানের রূপের রহস্য -

সইফ আলি খান (Saif Ali Khan) এবং অমৃতা সিং (Amrita Singh) এর মেয়ে সারা “লাভ আজকাল ২” আতরঙ্গী রে” “কেদারনাথ” ইত্যাদি সিনেমায় নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ রেখেছেন। তিনি কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জানান যে চুল ও ত্বকের জন্য তিনি দামি কেমিক্যাল দেওয়া বিউটি প্রোডাক্টসের থেকে ঘরোয়া উপায়ের ওপর বেশি ভরসা করেন। তিনি জানান মা অমৃতা তাঁকে এভাবেই বড়ো করেছেন।

দিন দিন বাড়ছে রূপের জেল্লা! ফাঁস হল সারা আলি খানের রূপের রহস্য -

সারা জানান তিনি পেঁয়াজকে ত্বক ও চুল ভালো রাখার জন্য ব্যবহার করেন।আপনারা নিশ্চয়ই জানেন যে পেঁয়াজ ত্বক ও চুলের জন্য কতটা ভালো। এই কারণে বাজারে এখন পেঁয়াজ দেওয়া শ্যাম্পুও কিনতে পাওয়া যায়৷ আজ এইরকম একটি ফেসপ্যাক বা মাস্ক নিয়ে কথা বলব।

দিন দিন বাড়ছে রূপের জেল্লা! ফাঁস হল সারা আলি খানের রূপের রহস্য -

এর জন্য আপনাদের ১-১/২ চামচ পেঁয়াজের রস নিতে হবে। এর সঙ্গে ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

দিন দিন বাড়ছে রূপের জেল্লা! ফাঁস হল সারা আলি খানের রূপের রহস্য -

এবার এর সঙ্গে ১-১/২ চামচ বেসন যোগ করুন। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই আপনার মাস্ক বা ফেসপ্যাক তৈরি।

দিন দিন বাড়ছে রূপের জেল্লা! ফাঁস হল সারা আলি খানের রূপের রহস্য -

এটা ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে তুলে ফেলুন। এই ফেসপ্যাক আপনি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।