দিন দিন বাড়ছে ত্বকের জেল্লা! জানুন প্রিয়াঙ্কা চোপড়ার রূপের রহস্য

শীতকাল এসে গেছে। শীতকালে নানান অনুষ্ঠান ও পার্টি লেগেই থাকে। এইজন্য সবাই রূপচর্চায় মনোযোগ দেন। সুন্দর ত্বকের জন্য অনেকে পার্লারে যান আবার অনেকে বিউটিপ্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু এই প্রোডাক্টগুলির কেমিক্যাল অনেকসময় ত্বকের খুব ক্ষতি করে। অথচ ঘরোয়া একটি ফেসপ্যাক ব্যবহার করে বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়ার মত জেল্লাদার ত্বক পাওয়া সম্ভব। প্রিয়াঙ্কা চোপড়ার বিউটি সিক্রেট এই ফেসপ্যাকটি জেনে নিন এই প্রতিবেদনে।
ফেসপ্যাকটি তৈরী করতে যা লাগবে: ২ টেবিল চামচ গমের আটা, সামান্য হলুদগুঁড়ো, লেবুর রস ৩-৪ ফোঁটা, ১ টেবিল চামচ টকদই, গোলাপ জল পরিমাণ মতো।
প্রণালী:
আটা, হলুদ, লেবুর রস, টকদই ভালো করে ফেটিয়ে নিন। গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক হবে সতেজ, জেল্লাদার, মসৃণ।
গমের আটায় অ্যান্টি অক্সিডেন্ট আছে যা সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বককে উজ্জ্বল ও সুস্থ করে তোলে। লেবুর রসে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড আছে যা ত্বকের জন্য ভাল। টকদই ত্বকের মৃত কোষ দূর করে। এটি ময়েশ্চারাইজারের কাজ করে। আর গোলাপ জল ত্বককে উজ্জ্বল করে তোলে।
আটা, হলুদ, লেবুর রস, টকদই খুব সহজলভ্য উপাদান। সবার বাড়িতেই এগুলি থাকে। এই ফেসপ্যাকটি সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করলে ত্বকের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। সুন্দর ত্বকের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার এই প্যাকটি ব্যবহার করেন। তাঁর মত কোমল, সুন্দর ত্বক পেতে তাঁরই প্রিয় এই ফেসপ্যাকটি ব্যবহার করে দেখুন।