৪২ বছর বয়সের কমেনি রূপের জেল্লা! জানুন অভিনেত্রী স্বস্তিকার সৌন্দর্যের রহস্য

স্বস্তিকা মুখার্জী বাংলা সিনেমা জগতের অন্যতম অভিনেত্রী বলা যায়। তার রূপ ও গুন সবার থেকে আলাদা সেটা বলার অপেক্ষা রাখে না। ৪২ বছরেও কিভাবে নিজের দুর্দান্ত ত্বক এত সুন্দর ও উজ্জ্বল রেখেছে তা সত্যি সবাই জানতে চান। জানেন কিভাবে তিনি প্রতিদিন নিজের ত্বকের খেয়াল রাখেন? জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। নিজের সৌন্দর্যের গোপন রহস্য সকলের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
১) মেকআপ তোলা (Removing Make-up):
নায়িকা তাই প্রতিদিন দীর্ঘ সময়ের জন্য মেকআপ করে রাখতে হয় তাকে। স্বস্তিকা মুখার্জি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলে নেন। চোখের কাজল বা ভারি মেকআপ না তুললে ত্বকের লোমকূপে জমে যায়। যার ফলে ph Balance নষ্ট করে দেয়। ত্বক হয়ে যায় শুস্ক ও জেল্লা হারিয়ে ফেলে। তাই নায়িকা সবাইকে মেকআপ তোলার কথা বলেছেন।
২) ঘরোয়া টোটকা (Home Remedy):
বাজারের প্রশাধনি নয় বরং ঘরের সাধারণ টোটকায় বেশি বিশ্বাস করেন স্বস্তিকা। মুখে যে কোনোরকম দাগ হলে সেই স্থানে চন্দনের প্রলেপ লাগান। পাশাপাশি ত্বকের কোন দাগ হলে তা উঠানোর কাজে তিনি চন্দন ব্যবহার করেন। সরাসরি চন্দন কাঠ থেকে বেটে সেই চন্দন নিজের ত্বকের উপর ব্যবহার করেন স্বস্তিকা।
৩) মায়ের টোটকা (Mom’s Remedy):
মা-ঠাকুর চটপট টোটকা কিন্তু আজও ওষুধের থেকেও যেন বেশি কাজ করে। নায়িকা তার মায়ের বলা মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে একটা দুর্দান্ত ফেসপ্যাক তৈরী করে নিজের ত্বকে ব্যবহার করেন। এটা কিন্তু সপ্তাহে দু দিন ব্যবহার করেই থাকেন অভিনেত্রী। এছাড়াও স্বস্তিকার মা তাঁকে মালাই বা দুধের সর মাখতে বলেছেন। দুধের সর মেখে ১৫ মিনিট রেখে হালকা হাতে ঘষে তুলে ফেলেন এতে ত্বক দুধের মতো ফর্সা ও নরম থাকে।
৪) সুষম খাবার :
প্রচুর ফল ও টাটকা শাকসবজি খেয়ে থাকেন তিনি। স্বস্তিকা সারাদিনে প্রচুর পরিমানে জল পান করেন যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং শরীরকে সবসময় হাইড্রেট রাখে।
৫) রোজকার বিশেষ রুটিন :
নিজের ত্বকে প্রতিদিন ক্লিনজিং ও টোনিং করেন তিনি। প্রতিদিন অন্তত দুইবার তিনি ত্বক ক্লিনজার দিয়ে ক্লিন করেন করেন। সারাদিন ধকলের পরে রাতে অবশ্যই ক্লিনজিং সবাইকে করা উচিত। ঠিক একই ভাবে তারপরে গোলাপজল টোনার হিসাবে ব্যবহার করেন নায়িকা।