EntertainmentNews

পাশাপাশি শোভন-দেবশ্রী! ছবি দেখে ‘কুৎসিত’ বলে দাবি বৈশাখীর

Advertisement

শোভন-বৈশাখীকে (Sovan-Baisakhi) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তবে এবার তারা নয় চর্চায় উঠে এসেছে শোভন-দেবশ্রীর (Sovan-Debashree) নাম। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। আর সেটা নিয়ে যাবতীয় আলোচনার সূত্রপাত। এমনকি বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতি বেশ সরগরমও হয়েছে। তবে, দুজনেই এখন দিদির হাত ছেড়ে বেরিয়ে এসেছেন। তাহলে কি দেবশ্রীই ওই ছবিগুলো পোস্ট করেছেন?

পাশাপাশি শোভন-দেবশ্রী! ছবি দেখে 'কুৎসিত' বলে দাবি বৈশাখীর

তবে, এক্ষেত্রে বলে রাখি যে, ছবি গুলি দেবশ্রী নামের প্রোফাইল থেকে ছাড়া হলেও সেটি কিন্তু ভেরিফাইড একাউন্ট নয়। কিন্তু এই বিষয়টি নিয়ে শোভন বান্ধবী বৈশাখী কি বলছেন তা জানেন কি? এক জনপ্রিয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, ‛দেবশ্রীর দুটো প্রোফাইল রয়েছে। এই দুই প্রোফাইল থেকে শোভনের বিভিন্ন ছবি সঙ্গে মেয়র, সঙ্গে মন্ত্রী মেয়র, সঙ্গে শোভন এইসব হেডিং দিয়ে পোস্ট করা হয়েছে। অথচ ২০১৭ সালের পর থেকে শোভনের সঙ্গে দেবশ্রীর কোনও সম্পর্ক নেই’।

পাশাপাশি শোভন-দেবশ্রী! ছবি দেখে 'কুৎসিত' বলে দাবি বৈশাখীর

এমনকি বৈশাখী আরও বলেছেন যে, ‛ দক্ষিণেশ্বর মন্দিরে একটি পারিবারিক অনুষ্ঠানে দেবশ্রী সঙ্গে ছিলেন। সেই ছবি পোস্ট করার অর্থ হল নিজেকে ক্ষমতাবানের ঘনিষ্ঠ বলে জাহির করা। শোভন কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই। ওকে অন্য একজন ছবিগুলি দেখিয়েছে। জানতে চেয়েছে ২০১৭ সালের পর ওর সঙ্গে দেবশ্রীর কোনও সম্পর্ক ছিল না কি। কিন্তু তা তো ছিল না। তাই শোভন আইনি নোটিশ পাঠিয়ে দেবশ্রীকে ছবিগুলি সরিয়ে নিতে বলেছে’।

পাশাপাশি শোভন-দেবশ্রী! ছবি দেখে 'কুৎসিত' বলে দাবি বৈশাখীর

তবে, এই বিষয়ে দেবশ্রী জানিয়েছেন যে, ‛আমার ফালতু সময় নেই। আমি অন্য কাজে ব্যস্ত’। যদিও পরে অভিনেত্রী বলেছেন, ‘আমার আইনজীবী আইনের পথে এর জবাব দেবেন৷ আইনত যেটি সঠিক, সেদিকেই এগোব, কোনও ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজ হলে তার ব্যবস্থা তো আমি নেব না’। বর্তমানে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ চাপানোতর চলছে। আগামী দিনে দেখার পালা এই ঘটনার জল কতদূর গড়ায়’।