Entertainment

Srabanti Chatterjee : অভিনেত্রী শ্রাবন্তীর প্রথম স্বামীকে মনে আছে? একসময়ের নামী পরিচালক আজ নিঃসঙ্গ!

টলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির মিষ্টি নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। রিল হোক বা রিয়েল লাইফ সব নিয়েই মাঝেমধ্যে সংবাদের শিরোনামে উঠে আসেন নায়িকা। এমনকি পান থেকে চুন খসলে তাকে নিয়ে চলে ট্রোলিংও। যদিও সেসবে একেবারেই কান দেননা অভিনেত্রী। ছেলেকে সঙ্গে নিয়ে সবটাই সামলে চলেছেন নিজের হাতে।
ভালোবেসে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে (Rajib Kumar Biswas) বিয়ে করেছিলেন শ্রাবন্তী।

এরপর ১৭ বছর ১ মাস বয়সে মা হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সংসার টেকেনি। ১৩ বছরের সংসার নিমেষেই ভেঙে যায়। এরপর ভালোবেসে মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। যদিও মাস কয়েক যেতে না যেতেই সেই সংসারেও তালা পরে। তারপরই শ্রাবন্তীর জীবনে আসে রোশন সিং। বিয়ে করে বেশ সুখেই সংসার করছিলেন। কিন্তু বছর দেড় যেতে না যেতেই সেই সংসারও এখন ভাঙ্গনের মুখে।

দীর্ঘ তিন বছর ধরে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে আদালতে তার কেস চলছে। বর্তমানে পুরো বিষয়টাই আটকে রয়েছে খরপোশয়ের কারণে। কিন্তু এরপরেও কখনও প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরী ও আবার কখনও জিম ট্রেনার অরিজিৎ ঘোষালের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নজর এড়ায়নি কারোর। তবে, শ্রাবন্তীর প্রথম স্বামী রাজীব এখন কি করছেন জানেন কি? টলিপাড়ার নামকরা এই পরিচালক একসময় ‛পাগলু‘, ‛দুজনে‘, ‛অমানুষ‘-এর মতো হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন।

তবে, শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পরেও তার সঙ্গে কাজ করেছেন পরিচালক। বিচ্ছেদ নিয়ে দুজনের মনেই কোনো তিক্ততা নেই। বিগত কয়েক বছরে রাজীব একাধিক ছবি করেছেন। যদিও কোনোটাই সেভাবে দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তবে, শ্রাবন্তী (Srabanti Chatterjee) একাধিক সম্পর্কে জড়ালেও রাজীব (Rajib Kumar Biswas) আর বিয়ে করেননি। এমনকি তিনি কোনো সম্পর্কে আছেন কিনা তাও জানা যায়নি।