সালমান, অমিতাভ থেকে শাহরুখ! বলি তারকাদের কিছু স্বভাব যা শুনলে অবাক হবেন আপনিও

বলিউড মানেই একাধিক তারকাদের ঢল। তাদের পারফেক্ট জীবন যাত্রা সকলকেই বেশ আকর্ষণ করে। তবে, তারাও কিন্তু দিনের শেষে রক্ত মাংসের মানুষ। সাধারণ মানুষের মধ্যে যেমন দোষ-গুন দুই আছে তেমনই সেলিব্রেটিদের মধ্যেও এই দুই গুন ই আছে। তাদের কিছু কিছু স্বভাব যেমন মানুষের কাছে প্রশংসা পায় তেমনই আবার তাদের কিছু স্বভাব শুনলে মানুষ অবাক হন। কিন্তু তারা কারা জানেন কি? আজকের এই প্রতিবেদনে আমরা বলবো সেসব তারকাদের বিষয়েই। চলুন তবে দেখে নেওয়া যাক তারা কারা।
১.সইফ আলী খান (Saif Ali Khan)
এই তালিকায় সবার প্রথমেই রয়েছে সইফ আলী খান। তিনি নাকি টয়লেটের সিটে বসে পড়াশোনা করতে বেশ পছন্দ করেন। আর তাই নাকি তার ব্যক্তিগত শৌচাগারে লাইব্রেরি করা হয়েছে।
২. অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)
বলিউডের বিগ বি হলেন অমিতাভ বচ্চন। তাঁরও রয়েছে অদ্ভুত স্বভাব। তিনি নাকি দুই হাতে ঘড়ি পরতে ভালোবাসেন। আর তাই বিদেশ ভ্রমণের সময় তিনি এই কাজ করে থাকেন।
৩. শাহরুখ খান (ShahRukh Khan)
শাহরুখ খানকে কখনও জনসমুক্ষে খাবার খেতে দেখা যায়নি। তিনি আইসক্রিম একেবারেই পছন্দ করেন না। তবে, ইলেকট্রনিক গ্যাজেটের উপর তার শখের কথা কাউকে নতুন করে বলতে হবে না।
৪.সালমান খান (Salman Khan)
এই তালিকায় সকলের প্রিয় ভাইজান থাকবেন না তা কি করে হয়। সল্লু মিঞার সাবানের ব্যাপারে বেশ আসক্তি রয়েছে। তিনি বিভিন্ন ধরণের সাবান ব্যবহার করতে ভালোবাসেন।
৫.সুস্মিতা সেন (Sushmita Sen)
বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনেরও কিন্তু রয়েছে কিছু বাজে অভ্যাস। তিনি খোলা ছাদে বাথটবে শুয়ে স্নান করতে ভালোবাসেন। এমনকি তিনি নাকি সাপ খুব ভালোবাসেন।