×
Entertainment

জিতের ‘সাথী’ সিনেমার নায়িকা এখন কি করে জানেন! প্রিয়াঙ্কা এখন দেখতে আরও সুন্দরী হয়েছে, দেখুন ছবি

Sathi Movie Actress Priyanka Trivedi জিতের ‘সাথী’ প্রিয়াঙ্কা এখন কি করছেন! কেমন দেখতে হয়েছেন এই অভিনেত্রী? বাংলা ফিল্মি দুনিয়ায় সাথী সিনেমা একটি মাইল স্টোন। ২০০২ সালের ১৪ই জুন অর্থাৎ ২০ বছর আগে মুক্তি পেয়েছিল এই সিনেমা। আর এই ছবির হাত ধরেই সিনেমা জগতে পা রেখেছিলেন অভিনেতা জিৎ। পাশাপাশি দর্শকরা একটি নতুন জুটিকে পেয়েছিলেন। এই ছবির মধ্যে দিয়ে জিৎ ও প্রিয়াঙ্কা উভয়েই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন।

জিতের ‘সাথী’ সিনেমার নায়িকা এখন কি করে জানেন! প্রিয়াঙ্কা এখন দেখতে আরও সুন্দরী হয়েছে, দেখুন ছবি -

এমনকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছিল নতুন দিশা। এই মুহূর্তে দাঁড়িয়ে জিৎ (Jeet) বাংলা সিনেমা জগতের গুরুত্বপূর্ণ একটি অংশ। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজক ও সঞ্চালক বটে। কিন্তু প্রিয়াঙ্কা! তিনি কোথায় হারিয়ে গেলেন? শেষবারের মতো তাকে ‛হ্যালো মেমসাহেব’ সিনেমায় দেখা গিয়েছিল। প্রায় ১১ বছর ধরে তিনি টলিউড থেকে গায়েব। তাহলেও কি সিনেমা জগৎ থেকে একেবারেই বিরতি নিয়েছেন অভিনেত্রী?

জিতের ‘সাথী’ সিনেমার নায়িকা এখন কি করে জানেন! প্রিয়াঙ্কা এখন দেখতে আরও সুন্দরী হয়েছে, দেখুন ছবি -

কিন্তু না তা একেবারেই ভাববেন না। বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে দেখা না গেলেও দক্ষিণী ছবির দুনিয়ায় প্রিয়াঙ্কা (Priyanka Trivedi) পরিচিত মুখ। আর এই ইন্ডাস্ট্রিতে থেকেই ৫০তম ছবি করছেন অভিনেত্রী। সম্প্রতি তারই ঘোষণা সেরেছেন। তার ছবির নাম ‛ডিটেক্টিভ টিকশানা’। সিনেমায় একজন গোয়েন্দার চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে। তবে, এছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি দক্ষিণী সুপারস্টার উপেন্দ্র রাও-এর স্ত্রী। সঙ্গে ছেলে আয়ুশ ও মেয়ে ঐশ্বর্য নিয়ে তার ভরা সংসার।

জিতের ‘সাথী’ সিনেমার নায়িকা এখন কি করে জানেন! প্রিয়াঙ্কা এখন দেখতে আরও সুন্দরী হয়েছে, দেখুন ছবি -

৪৪ বছর বয়সী এই অভিনেত্রী এখনও তার রূপে মাতিয়ে রেখেছেন ভক্তদের। বাংলা ছবিতে কাজ না করলেও বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ সুসম্পর্ক বজায় রয়েছে প্রিয়াঙ্কার। বিশেষ করে কলকাতায় এলে জিতের সঙ্গে আড্ডা দিতে একেবারেই ভোলেননা অভিনেত্রী। তবে এবার প্রিয়াঙ্কা ভক্তদের জন্য রয়েছে সুখবর। সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‛মাস্টার অংশুমান’ ছবি দিয়ে আবারও টলিউডের ছবিতে মুখ দেখাতে চলেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by priyanka upendra (@priyanka_upendra)

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মিস ক্যালকাটা হয়েছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Trivedi)। এরপর বাসু চট্টোপাধ্যায়ের ‛হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই ফিল্মি জগতে পা রাখেন অভিনেত্রী। সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে ছিলেন অভিনেতা ফিরদৌস।