×
Entertainment

ইউলিয়া এখন অতীত, বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে প্রেম করছেন সালমান!

সবে হালকা শীতের হাওয়া গায়ে লাগছে। আর এই মরসুমে প্রেম যেন নতুন কিছুর আভাস দেয়। আর সম্প্রতি তেমনটাই হয়েছে বলিউডের ভাইজানের সঙ্গে। বয়স প্রায় ষাটের গোড়ায়। কিন্তু তা সত্ত্বেও বলিউডের মোস্ট এলিজেবেল ব্যাচেলার হলেন সালমান খান (Salman Khan)। তাকে নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখেনা। রিল থেকে রিয়েল লাইফ সবসময়ই সংবাদের শীর্ষে থাকেন অভিনেতা। আর এবার নতুন গুঞ্জন সালমান প্রেম করছেন!

ইউলিয়া এখন অতীত, বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে প্রেম করছেন সালমান! -

কিন্তু কার সঙ্গে তাই ভাবছেন নিশ্চই? অনেকে আবার এক্ষেত্রে ইউলিয়ার নামও নেবেন। কিন্তু বর্তমানে ইউলিয়া অতীত। বিদেশি সুন্দরীদের প্রতি সালমানের দুর্বলতার কথা কারোরই অজানা নয়। আর তাইতো তারসঙ্গে নাম জড়িয়েছে ক্যাটরিনা, জ্যাকলিন সহ আরও অনেকের। তবে, এবারে আর কোনো বিদেশিনী নয় এবারে সালমানের মন কেড়েছে দক্ষিণী সুন্দরী পূজা হেগড়ে (Pooja Hegde)। ২৪ বছরের ছোট এই অভিনেত্রীকেই নাকি মন দিয়ে বসেছেন অভিনেতা।

ইউলিয়া এখন অতীত, বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে প্রেম করছেন সালমান! -

অন্তত বলিউডের অন্দরে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত এমনটা জানা গিয়েছে। বলিউডের অন্দরের ওই ব্যক্তি এদিন টুইট করে বলেন যে, সালমান ও পূজা সম্পর্কে রয়েছেন। এমনকি দুজনে নাকি একসঙ্গে সময়ও কাটাচ্ছেন। সালমান খানের প্রোডাকশন হাউসের আগামী দুটি ছবির নায়িকা হলেন পূজা। যদিও এই খবরে বিশেষ একটা পাত্তা দিতে নারাজ সালমান ভক্তরা।

ইউলিয়া এখন অতীত, বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে প্রেম করছেন সালমান! -

দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন সালমান খান। এই বয়সে এসে যেখানে অন্য অভিনেতাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় সেখানে সালমান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চলেছেন। এমনকি এখনকার নায়িকাদের সঙ্গে চুটিয়ে রোম্যান্সও করছেন। তার লাভ লাইফ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বহুদিন পর আবার প্রেম জীবন নয় চর্চায় উঠে এলেন সালমান।

ইউলিয়া এখন অতীত, বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীর সাথে প্রেম করছেন সালমান! -

ওদিকে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা হেগড়ে। দীর্ঘ ১ দশক ধরে তিনি কাজ করে চলেছেন দক্ষিণী ছবিতে। এরপর ‛মহেঞ্জদারো’ ছবি দিয়ে পা রাখেন বলিউডের অন্দরে। এরপর এই ইন্ডাস্ট্রিতেই ধীরে ধীরে নিজের পায়ের তলায় মাটি শক্ত করছেন। বর্তমানে পূজার দুটি ছবি মুক্তির অপেক্ষায়। তবে, এত কিছুর মাঝেও সালমান ও পূজার প্রেমকাহিনী যদি সত্যি হয় তবে আগামী দিনে তা কোনদিকে মোড় নেবে সেটাই এখন দেখার।