
এবার প্রকাশ্যে এল ধোনির (Dhoni) প্রাক্তন রাই সুন্দরীর কথা! ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তথা প্রাক্তন ক্যাপ্টেন হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তিনি হলেন বিরাট বড় মাপের একজন ক্রিকেটার। নিজের পরিশ্রমের দ্বারা তিনি আজ এই জায়গা করেছেন। তবে, কেরিয়ারে কিন্তু তিনি কম চড়াই উতরাই দেখেননি। তারপরও তিনি নিজের শ্রম দিয়ে সাফল্য অর্জন করেছেন।
ধোনির (Dhoni) কেরিয়ার বলুন বা ব্যক্তিগত জীবন দুইয়েতেই আছে টুইস্ট। এমনকি তার জীবনের কাহিনী নিয়ে তৈরিও হয়েছে সিনেমা। যার নাম ‛ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ (Dhoni: The Untold Story)। ২০১৪ সালের ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ধোনি। তবে, জানেন কি তার আগেও ধোনির নাম জুড়েছিল দক্ষিণের এক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে। তার নাম রাই লক্ষী (Raai Laxmi)। ২০০৮-২০০৯ সাল নাগাদ রাই সুন্দরীর সঙ্গে সম্পর্কে ছিলেন ধোনি।
সেইসময় আইপিএলের পার্টিতে প্রায়ই দেখা মিলতো রাই লক্ষীর (Raai Laxmi)। এমনকি ধোনি ও সুরেশ রায়নাকে অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও দেখা গিয়েছিল। ২০১৪ সাল নাগাদ রাই লক্ষী নিজের সঙ্গে ধোনির (Dhoni) সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। তবে, ধোনি বরাবরই এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কোনোদিনই তার মুখে এই সম্পর্ক নিয়ে কোনো কথা শোনা যায়নি। তবে, রাই জানিয়েছেন যে, আমার সঙ্গে ধোনির সম্পর্কটা একটা দাগের মতো। যা আমার জীবন থেকে সহজে মুছবে না।
এমনকি রাই (Raai Laxmi) আরও বলেছেন যে, ধোনির (Dhoni) পর আমি আরও ২-৩ টে সম্পর্কে ছিলাম। কিন্তু বারবার ধোনির সম্পর্ক নিয়ে কথা হয়। আসলে যতবার কেউ ধোনির অতীত নিয়ে কথা বলবে ততবারই আমার নাম উঠে আসবে। অনেকে ধোনির জীবনের অনেক কথা জানলেও এই সম্পর্কের কথা অনেকেই জানেন না।