Advertisement
Entertainment

‘তার জন্য সংসারে অশান্তি’! মিঠুন চক্রর্তীর বৌমা হয়েও দিন রাত শুনতে হয় কটূক্তি, কিন্তু কেন? জেনে নিন

Advertisement
Advertisements

মিঠুন চক্রবর্তীর বৌমা হয়েও নিত্যদিন শুনতে হয় গালাগাল। কিন্তু কেন? মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) আমরা সকলেই চিনি। টলিউড থেকে বলিউড দুই জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। তাঁর অভিনয় থেকে শুরু করে নাচ সবের প্রেমেই পাগল অনুরাগীরা। ডিস্কো ড্যান্সারের নাচের স্টেপ আজও মন কাড়ে সকলের। কিন্তু তাঁরই পুত্রবধূ মাদালসা শর্মাকে (Madalsa Sharma) শুনতে হচ্ছে কটুকথা।

Advertisements

মিঠুন পুত্র মহাক্ষয় ওরফে মিমোর স্ত্রী হলেন মাদালসা। ২০১৮ সালে ধুমধাম করে তাদের বিয়ে হয়। মহাক্ষয় সেভাবে অভিনয় জগতে জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও তাঁর স্ত্রী ছোট পর্দায় বেশ জনপ্রিয়। বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‛শ্রীময়ী’-র রিমেক হিন্দিতে হয়েছে। স্টার প্লাস (Star plus) এর জনপ্রিয় ধারাবাহিক ‛অনুপমা’-তে কাব্য নামের চরিত্রে অভিনয় করছেন মাদালসা। আর সেখানে জুন আন্টি-র চরিত্রে দেখা মিলেছে তার।

Advertisements

আর সেই কারণেই নিত্যদিন সকলের ড্রয়িং রুমে হাজির হন মাদালসা। আর তার চরিত্রের কারণেই তাকে নানান কুকথা শুনতে হয়। যদিও এই ব্যাপারটি নিয়ে মাদালসা মোটেই বিরক্ত নন। বরং তিনি বিষয়টি চুটিয়ে উপভোগ করেন। সবই যে তার অভিনয় দক্ষতার গুন তা বলা যায় বৈকি। আসলে রিল ও রিয়েল এই দুটোর মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেন ভক্তরা। আর সেই কারণেই নানান মন্তব্য করে থাকেন।

তবে, এই বিষয়টি একজন অভিনেত্রীর কাছে প্রশংসার বটে। তিনি যে তার চরিত্রে সফল তা বোঝা যায় এভাবেই। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ মাদালসা। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের।