এক ক্রিকেটারের প্রেমে পাগল ছিলেন মাধুরী! ভিলেন হয়ে উঠেছিলো পরিবার, রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা ‛ধক ধক গার্ল’ হিসেবে মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) কেই না চেনেন। আটের দশকে ‛অবোধ’ সিনেমা দিয়ে প্রথম বলিউড সিনেমায় পা রাখেন। তারপর একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করে মনজয় করে নেন ভক্তদের। এমনকি তার অসাধারণ নৃত্য শৈলীতে আজও মজেন দর্শকরা। নব্বইয়ের দশকে একেবারে কেরিয়ারের শীর্ষে অবস্থান করতেন মাধুরী।
যেমন তার অভিনয় তেমনই তার রূপ। আর দুইয়ের সংমিশ্রনে তিনি ছিলেন অপরূপা। তবে, এ তো গেল তার কেরিয়ারের গল্প। অভিনেত্রীর লাভ লাইফ নিয়ে কিছু জানা আছে কি? তাহলে বলে রাখি যে, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন মাধুরী মন দিয়ে ফেলেছিলেন ক্রিকেট তারকা অজয় জাদেজাকে। এক বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। আর যা পরবর্তীতে প্রেমের দিকে গড়ায়।
একটা সময় মাধুরী অজয়ের জন্য সবকিছু ছাড়তে রাজি ছিলেন। এমনকি পরিচালকদের কাছে নাকি সুপারিশও করেন অজয়কে ফিল্মি দুনিয়ায় আনার জন্য। যদিও আদতে তা হয়নি। এমনকি অজয় ও মাধুরীর সম্পর্ক অজয়ের পরিবার মেনে নেননি। কেননা অজয় ছিলেন রাজপরিবারের সন্তান। আর ওদিকে মাধুরী একজন সাধারণ পরিবারের মেয়ে ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই জাদেজার কেরিয়ার বিপদের মুখে পড়েছিল।
মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন অজয়। যারফলে ৫ বছর তার মাঠে ঢোকা নিষিদ্ধ ছিল। আর এই পরিস্থিতিতে মাধুরীর বাড়ির লোক তাদের সম্পর্ক মানেননি। আর তারপর ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে মাধুরী ডাঃ শ্রীরাম নেনের সঙ্গে ১৯৯৯ সালে বিয়ে করেন। বর্তমানে মাধুরীর দুটি সন্তান। একজন হলেন অরিন ও অন্যজন রায়ান। এখন সিনেমার পর্দায় তাকে না দেখা গেলেও রিয়েলিটি শোয়ের মঞ্চগুলিতে দেখা মেলে মাধুরীর।