Advertisement
Entertainment

সৌন্দর্যে বলিউড নায়িকাদের হার মানাবে কাপিল শর্মা শোয়ের সুনীল গ্রোভারের বউ আরতি, দেখুন ছবি

Advertisement
Advertisements

‘ডক্টর মাশুর গুলাটি’ কিংবা ‘রিঙ্কু ভাবি’ এই দুটি চরিত্র নিশ্চয় মনে আছে! এক ব্যক্তি ‘কপিল শর্মা শো’-এর মাধ্যমে কিভাবে সারা দেশবাসীর মন জয় করেছে তা সবারই জানা। তার আসল নাম সুনীল গ্রোভার (Sunli Grover)। যার বর্তমানে লক্ষ লক্ষ অনুরাগী। শুধু তাই নয় ‘Gabbar Is Back’ (২০১৫) সিনেমায় কনস্টেবল সাধুরাম কিংবা ‘Tandav’ (২০২১) সিরিজে গুরপালের চরিত্রের অভিনয় প্রায় সব কিছুতেই মন জয় করে নিয়েছেন তিনি। তবে জানেন কি সুনীলের স্ত্রীর পরিচয় কি? কি করেন তার সহধর্মিণী?

সৌন্দর্যে বলিউড নায়িকাদের হার মানাবে কাপিল শর্মা শোয়ের সুনীল গ্রোভারের বউ আরতি, দেখুন ছবি

Advertisements

সুনীলের স্ত্রী-এর নাম আরতি গ্রোভার (Arati Grover)। তিনি লাইমলাইট ও অভিনয় জগতের থেকে অনেকটাই দূরে থাকেন। সুনীলের বউ হিসাবে নয় বরং নিজের পরিচিতি লাভ করেছেন আরতি। পেশায় তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। ঘর-সংসার ও নিজের পেশা সব কিছুই একা হাতে সামলান তিনি।

Advertisements

সৌন্দর্যে বলিউড নায়িকাদের হার মানাবে কাপিল শর্মা শোয়ের সুনীল গ্রোভারের বউ আরতি, দেখুন ছবি

তবে আরতির সৌন্দর্যে আচ্ছা আচ্ছা নায়িকা ডাহা ফেল। কারণ অভিনয় জগতে না থাকলেও নায়িকার থেকে কিছু কম নয় আরতির সৌন্দর্য। নিজে তেমন কোনো সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ নেই আরতি। তবে সুনীলের মাধ্যমেই বিভিন্ন জায়গায় তার স্ত্রীকে দেখা যায়। তাদের ছেলের নাম মোহন গ্রোভার।

সৌন্দর্যে বলিউড নায়িকাদের হার মানাবে কাপিল শর্মা শোয়ের সুনীল গ্রোভারের বউ আরতি, দেখুন ছবি

সুনীল গ্রোভার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি শোয়ের আগে জোকগুলি আগে স্ত্রী ও সন্তানকে শোনান। লাইমলাইট থেকে দূরেই থাকতে চান আরতি। সুনীলের বর্তমানে মোট সম্পত্তির পরিমান নাকি প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি। বাৎসরিক আয় ৩ কোটি টাকা।

সৌন্দর্যে বলিউড নায়িকাদের হার মানাবে কাপিল শর্মা শোয়ের সুনীল গ্রোভারের বউ আরতি, দেখুন ছবি

কমেডি এপিসোড পিছু ১০-১৫ লক্ষ টাকা এবং সিনেমার জন্য ২৫-৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তাহলে জানলেন শুধুই সুনীল গ্রোভার নন তার স্ত্রী আরতি গ্রোভার ও তার মতোই এক উজ্জ্বল মুখ।

সৌন্দর্যে বলিউড নায়িকাদের হার মানাবে কাপিল শর্মা শোয়ের সুনীল গ্রোভারের বউ আরতি, দেখুন ছবি