Entertainment

Gadar 2 Box Office Collection : মাত্র ৩ দিনে আয় ১৩৫ কোটি! বক্স অফিসে ঝড় তুললো সানি দেওলের ‘গদর ২’

ফের বক্স অফিস উত্তল সানি দেওলকে নিয়ে, মাত্র ৩ দিনেই ১৩৫ কোটি আয় 'Gadar 2'-এর

মুক্তির প্রথম সপ্তাহেই ১৩৫ কোটির ব্যবসা করলো সানি দেওলের (Sunny Deol) ‛গদর ২’ (Gadar 2)। বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির একজন অভিনেতা হলেন সানি দেওল। একাধিক সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে, বর্তমানে তিনি তার ছবি গদর ২ নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। ২০০১ সালের ১৫ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেলের ‛গদর: এক প্রেম কথা’ সিনেমা।

সেই সময় ১৮ কোটির সিনেমা বক্সঅফিসে ১৩৩ কোটির ব্যবসা করেছিল। আর এবার ২২ বছর পর এল সিক্যুয়েল। সেসময় মুক্তি পাওয়া গদর সিনেমা ‛লাগন’ সিনেমার চেয়েও কয়েকগুন বেশি আয় করেছিল। তবে, এবার এই ‛গদর ২’ (Gadar 2) সিনেমা যেন এক ইতিহাস গড়লো। ৩ দিনে এই সিনেমা আয় করলো ১৩৫ কোটি টাকা। যারফলে অভিনেতার গুনগানে ছেয়ে গিয়েছে গোটা দেশ।

Sacnilk.com-এর রিপোর্ট অনুয়ায়ী প্রথম দিনে ‛গদর ২’ (Gadar 2) বক্স অফিসে ৪০.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর সেই ধারা বজায় ছিল দ্বিতীয় দিনেও। কেননা, শনিবার এই ছবি বক্স অফিসে ৪৩ কোটি টাকা আয় করেছে। আর তৃতীয় দিনে ৫২ কোটি টাকা আয় করে মোট দাঁড়িয়েছে ১৩৫ কোটি টাকা। অনিল শর্মার পরিচালনায় তৈরি এই ছবির বাজেট নাকি অনেক কম ছিল। আর সেকথা এক সাক্ষাৎকারে পরিচালক নিজেই জানিয়েছেন।

তিনি বলেছেন যে, মানুষজন এই ছবির বাজেট ৮০, ১০০, ১৫০ কোটি টাকা বলেন। কিন্তু তার চেয়ে অনেক কম বাজেটেই এই ছবি তৈরি হয়েছে। এছাড়া তিনি আরও বলেছেন যে, এখন হিরোর বাজেটই অনেক বেশি থাকে। যার কারণে ছবির বাজেটও বেড়ে যায়। তবে, এক্ষেত্রে নাকি সানি দেওল (Sunny Deol) তার বাজেট অনেকটাই কমিয়েছিলেন। ১৯৮৩ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। বলা যায় যে, তার ৪০ বছরের কেরিয়ারে এটাই সবচেয়ে বড় হিট সিনেমা।