Entertainment

BMW থেকে Ducati, সদগুরুর বাইকের কালেকশন জানলে অবাক হবেন আপনিও

বয়স পেরিয়েছে ৬৫ তবে তাঁকে দেখলে আদেও বলা সম্ভব হবে না এ কথা। হয়তো চুল দাঁড়ি সাদা রং ধরেছে যে কারণে এই কথা বলা যায়। সাধারণ যোগ ব্যায়াম, আধ্যাত্মিক কথা, লেখক এই হচ্ছে জাগ্গী‌ বাসুদেব – র পরিচয়। জানাই আছে এই নামে কিঞ্চিৎ মানুষ তাঁকে চেনেন। দিন দুনিয়ার কাছে তার নাম যে ‘সদগুরু’। ভারত সহ বিভিন্ন দেশে বিরাট কোহলি কিংবা শাহরুখ খানের থেকে কোনো অংশে কম পরিচিত নন তিনি।

তবে অনেকেই জানেন না, আধ্যাত্মিকতার পাশাপাশি গাড়ি-বাইক নিয়েও ভীষণ আগ্রহী তিনি। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। আর তার গাড়ি কিংবা বাইক দেখলে আপনিও চমকে যেতে বাধ্য।

১) Mercedes Benz G Class –

পৃথিবীর দামি গাড়ি গুলির মধ্যে অন্যতম এই মার্সিডিজ গাড়িটি। SUV এই গাড়িতে আছে 5461 সিসির V8 টুইন টার্বো পেট্রল ইঞ্জিন। 551 ব্রেক হর্সপাওয়ার এবং 760 এনএম টর্ক তৈরি করে। ২.৪৪ কোটি টাকার এই গাড়ি র‌্যালি ফর রিভার অনুষ্ঠানে নিজেই চালিয়েছিলেন তিনি।

২) 1000PS Toyota Scion –

1000PS Toyota Scion গাড়িটি সদগুরুর খুবই পছন্দের। এই গাড়িটির এমন নাম হওয়ার পিছনে কারণ এটি সর্বোচ্চ ১০০০ হর্সপাওয়ার শক্তি আছে এতে। গাড়ির সর্বোচ্চ গতি ৩৩৮ কিমি প্রতি ঘণ্টা। উল্লেখ্য তথ্য হল এই গাড়ি আপনি ভারতে পাবেন না। বাইরে থেকে আনতে হয়।

এবার আসি সদগুরুর বাইকের কথায় –

৩) ৩৩ লক্ষ টাকার BMW K 1600 GT বাইকটি খুবই পছন্দের। ১.৬ লিটার ৬ সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক ১৬০ হর্সপাওয়ার এবং ১৪৭ এনএম টর্ক।

৪) ১২.৫৯ লক্ষের 803 সিসির Ducati Scrambler Desert Sled বাইকটি আছে তার কাছে। সর্বোচ্চ ২৯৯/ ঘন্টা পর্যন্ত গতি তুলতে সক্ষম। ২০১৮ সালে এই বাইকে বাবা রামদেব এবং সদগুরুর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল।

৫) ২১.৪২ লক্ষের Ducati Multistrada 1260 ওপর বাইক বর্তমান। সেমি -অ্যাক্টিভ সাসপেনশন, কুইক শিফটার, 1262 সিসি ইঞ্জিন সহ পাওয়ার প্যাক এই বাইক।

সবশেষে আপনাদের জানিয়ে রাখি সদগুরুর মোট সম্পত্তির পরিমান ৫০ মিলিয়ন আমেরিকান ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সেই অর্থ হচ্ছে ৪,১২৫, ৯৬৯,৪৫০ টাকা।